Elephant: রাতে ঘরের বাইরে থেকে ভেসে আসছে অদ্ভুত শব্দ! দেখতে গিয়েই হয়ে গেল চরম সর্বনাশ
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
বুনো হাতির আক্রমণে মৃত্যু হল এক বৃদ্ধের। শুক্রবার গভীর রাতে নাগরাকাটা ব্লকের এক নম্বর আংরাভাষা গ্রামপঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটে।
জলপাইগুড়ি: খাবারের খোঁজে বন্য জন্তুদের লোকালয়ে হানা দেওয়ার খবর নতুন নয়। এতে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় জঙ্গল সংলগ্ন এলাকার বাসিন্দাদের। আবারও এমনই এক ঘটনা ঘটল জলপাইগুড়িতে।বুনো হাতির আক্রমণে মৃত্যু হল এক বৃদ্ধের। শুক্রবার গভীর রাতে নাগরাকাটা ব্লকের এক নম্বর আংরাভাষা গ্রামপঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটে।
শুক্রবার গভীর রাতে নাগরাকাটা ব্লকের এক নম্বর আংরাভাষা গ্রামপঞ্চায়েত এলাকার হৃদয়পুর ঠুকরুতে বুনো হাতির আক্রমণে মৃত্যু হল বৃদ্ধের।পুলিস সূত্রেজানা গিয়েছে ঐ বৃদ্ধর নাম সুকরা উরাও। বয়স ৬১ বছর।
advertisement
শুক্রবার রাত দেড়টা নাগাদ সুকরা উরাও বাড়ির বাইরে কিছু একটা শব্দ শুনতে পান। তারপরই তিনি কৌতুহলবশত বাড়ির বাইরে বেরিয়ে দেখতে যান। শব্দের উৎস খুঁজতে গিয়ে গিয়েই ঘটে বিপত্তি, পড়তে হয় বুনো হাতির মুখমুখি। আর তারপরই ঘটে যায় সেই ভয়ঙ্কর কাণ্ড।
advertisement
আরও পড়ুন: দুঃসাহসিক কাণ্ড চোরের দলের! শেষে কিনা পুলিশের বাড়িতেই চুরি
নিমেষের মধ্যেই ওই ব্যক্তিকে শুঁড় দিয়ে শূন্যে তুলে আছাড় মারে হাতি। স্থানীয়রা আন্দাজ করে হাতি হামলা করেছে। তারপর বোম, পটকা ফাটিয়ে হাতিটিকে তাড়িয়ে দেয় গ্রামবাসি। কিন্তু তাতেও হয়নি শেষ রক্ষা, হাতির প্রবল আছাড়ে গুরুতর ভাবে আঘাত পান সুকরা উরাও।
advertisement
খবর পেয়ে বিন্নাগুড়ি রেঞ্জের বনকর্মীরা এসে তাঁকে উদ্ধার করে। তারপর তাঁকে নিয়ে বানারহাট হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা। কিন্তু নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
August 26, 2023 4:59 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Elephant: রাতে ঘরের বাইরে থেকে ভেসে আসছে অদ্ভুত শব্দ! দেখতে গিয়েই হয়ে গেল চরম সর্বনাশ