New Town: নিউটাউনে যুদ্ধবিমান! উপচে পড়ছে আমজনতার ভিড়

Last Updated:
সাধারণ মানুষ কলকাতাতেই সরাসরি যুদ্ধবিমানে উঠে সবকিছু চাক্ষুস করতে পারছেন। কারণ, নিউটাউনে রয়েছে নেভাল এয়ারক্রাফট মিউজিয়াম।
1/10
সাধারণ মানুষ কলকাতাতেই সরাসরি যুদ্ধবিমানে উঠে সবকিছু চাক্ষুস করতে পারছেন। কারণ, নিউটাউনে রয়েছে নেভাল এয়ারক্রাফট মিউজিয়াম।
সাধারণ মানুষ কলকাতাতেই সরাসরি যুদ্ধবিমানে উঠে সবকিছু চাক্ষুস করতে পারছেন। কারণ, নিউটাউনে রয়েছে নেভাল এয়ারক্রাফট মিউজিয়াম।
advertisement
2/10
মিউজিয়ামের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই এই মিউজিয়াম খুলে দেওয়া হয় সর্বসাধারনের জন্য। এখন প্রতিদিনই মিউজিয়াম দেখতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ।
মিউজিয়ামের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই এই মিউজিয়াম খুলে দেওয়া হয় সর্বসাধারনের জন্য। এখন প্রতিদিনই মিউজিয়াম দেখতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ।
advertisement
3/10
ইকো পার্কের মত দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সপ্তাহে মঙ্গলবার থেকে রবিবার  খোলা থাকছে এয়ারক্রাফট মিউজিয়াম। তবে শনি ও রবিবার ছুটির দিনে দুপুর বারোটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকছে সর্বসাধারণের জন্য।
ইকো পার্কের মত দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সপ্তাহে মঙ্গলবার থেকে রবিবার  খোলা থাকছে এয়ারক্রাফট মিউজিয়াম। তবে শনি ও রবিবার ছুটির দিনে দুপুর বারোটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকছে সর্বসাধারণের জন্য।
advertisement
4/10
সূত্রের খবর, বছর চারেক আগে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্ত‌নম শহরে রামকৃষ্ণ বিচের কাছে একটি নেভাল এয়ারক্রাফট মিউজিয়াম তৈরি করে অন্ধ্রপ্রদেশ সরকার। মূলত এলাকার পর্যটন ব্যবসার সমৃদ্ধি এবং পড়ুয়ায়দের সম্যক ধারণা দিতে এই মিউজিয়াম তৈরি করা হয়েছিল
সূত্রের খবর, বছর চারেক আগে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্ত‌নম শহরে রামকৃষ্ণ বিচের কাছে একটি নেভাল এয়ারক্রাফট মিউজিয়াম তৈরি করে অন্ধ্রপ্রদেশ সরকার। মূলত এলাকার পর্যটন ব্যবসার সমৃদ্ধি এবং পড়ুয়ায়দের সম্যক ধারণা দিতে এই মিউজিয়াম তৈরি করা হয়েছিল
advertisement
5/10
এই মিউজিয়ামের উদ্বোধনের কিছুদিন পর একই উদ্যোগ নেয় পশ্চিমবঙ্গ সরকার। উৎসাহ দেখান নৌ সেনার আধিকারিকরাও। সেই মত নিউটাউন থানার পাশে ডিজি ব্লকে কেএমডিএ-কে দু একর জমি দেয় রাজ্য সরকার।
এই মিউজিয়ামের উদ্বোধনের কিছুদিন পর একই উদ্যোগ নেয় পশ্চিমবঙ্গ সরকার। উৎসাহ দেখান নৌ সেনার আধিকারিকরাও। সেই মত নিউটাউন থানার পাশে ডিজি ব্লকে কেএমডিএ-কে দু একর জমি দেয় রাজ্য সরকার।
advertisement
6/10
টাটা মেডিকেলের ঠিক উল্টোদিকে এই দু একর জমিতেই মিউজিয়াম তৈরির জন্য যাবতীয় উদ্যোগ নেয় কেএমডিএ। ২০২০ সালের ফ্রেব্রুয়ারি মাসে ভারতীয় নৌ সেনা তাঁদের অব্যবহৃত একটি যুদ্ধবিমান (টুপোলেভ টিইউ-১৪২) প্রদান করে কেএমডিএ কে। তামিলনাড়ুর আরোক্কানামের আইএনএস রাজালি থেকে এটি কলকাতায় আসে ষোলটি ট্রাকে করে।
টাটা মেডিকেলের ঠিক উল্টোদিকে এই দু একর জমিতেই মিউজিয়াম তৈরির জন্য যাবতীয় উদ্যোগ নেয় কেএমডিএ। ২০২০ সালের ফ্রেব্রুয়ারি মাসে ভারতীয় নৌ সেনা তাঁদের অব্যবহৃত একটি যুদ্ধবিমান (টুপোলেভ টিইউ-১৪২) প্রদান করে কেএমডিএ কে। তামিলনাড়ুর আরোক্কানামের আইএনএস রাজালি থেকে এটি কলকাতায় আসে ষোলটি ট্রাকে করে।
advertisement
7/10
নৌসেনার আধিকারিকরা জানিয়েছেন, রাশিয়ার তৈরি এই যুদ্ধবিমানের চারটি ইঞ্জিন ও আটটি প্রপেলার আছে, যা ট্রার্বোপ্রপ প্রযুক্তিতে তৈরি। বিমানটির মোট ওজন ১১০ টন। ‘অ্যালবাট্রস' নামে পরিচিত এই যুদ্ধবিমান ১৯৮৮ সালে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। তারপর টানা ২৯ বছর এটি সার্ভিস দিয়েছে দেশকে।
নৌসেনার আধিকারিকরা জানিয়েছেন, রাশিয়ার তৈরি এই যুদ্ধবিমানের চারটি ইঞ্জিন ও আটটি প্রপেলার আছে, যা ট্রার্বোপ্রপ প্রযুক্তিতে তৈরি। বিমানটির মোট ওজন ১১০ টন। ‘অ্যালবাট্রস' নামে পরিচিত এই যুদ্ধবিমান ১৯৮৮ সালে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। তারপর টানা ২৯ বছর এটি সার্ভিস দিয়েছে দেশকে।
advertisement
8/10
কার্গিল যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই যুদ্ধবিমান। বিমানের অন্দরে প্রবেশ করে দর্শনার্থীরা ককপিট, পাইলটের বসার জায়গা সম্পর্কে  জানতে পারছেন। দেখতে পাচ্ছেন কী ভাবে যুদ্ধবিমানের ভিতর মিসাইল, টর্পেডো, বন্দুক, গুলি, বোমা মজুত রাখা হয়।
কার্গিল যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই যুদ্ধবিমান। বিমানের অন্দরে প্রবেশ করে দর্শনার্থীরা ককপিট, পাইলটের বসার জায়গা সম্পর্কে  জানতে পারছেন। দেখতে পাচ্ছেন কী ভাবে যুদ্ধবিমানের ভিতর মিসাইল, টর্পেডো, বন্দুক, গুলি, বোমা মজুত রাখা হয়।
advertisement
9/10
এই এয়ার ক্র্যাফট মিউজিয়াম রাজারহাট নিউটাউন তো বটেই রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের কাছেই যে আকর্ষনের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে তা বলাই যায়। কারণ, বিশাখাপত্তনম ছাড়া আর কোথাও নৌসেনার মিউজিয়াম নেই বলেই জানা গিয়েছে।
এই এয়ার ক্র্যাফট মিউজিয়াম রাজারহাট নিউটাউন তো বটেই রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের কাছেই যে আকর্ষনের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে তা বলাই যায়। কারণ, বিশাখাপত্তনম ছাড়া আর কোথাও নৌসেনার মিউজিয়াম নেই বলেই জানা গিয়েছে।
advertisement
10/10
ভারতীয় নৌসেনার যুদ্ধবিমান সজ্জিত এই মিউজিয়াম, রাজ্যের প্রথম এবং দেশের দ্বিতীয় এয়ারক্র্যাফট মিউজিয়াম। তবে শুধু যুদ্ধবিমান নয় ছোটরা ঘুরতে এসে যাতে স্লিপ, দোলনা চড়তে পারে তার ব্যবস্থা রেখেছে হিডকো কতৃপক্ষ। টিকিটের মূল্য রাখা হয়েছে মাত্র ৩০ টাকা। (রুদ্র নারায়ণ রায়)
ভারতীয় নৌসেনার যুদ্ধবিমান সজ্জিত এই মিউজিয়াম, রাজ্যের প্রথম এবং দেশের দ্বিতীয় এয়ারক্র্যাফট মিউজিয়াম। তবে শুধু যুদ্ধবিমান নয় ছোটরা ঘুরতে এসে যাতে স্লিপ, দোলনা চড়তে পারে তার ব্যবস্থা রেখেছে হিডকো কতৃপক্ষ। টিকিটের মূল্য রাখা হয়েছে মাত্র ৩০ টাকা। (রুদ্র নারায়ণ রায়)
advertisement
advertisement
advertisement