সুন্দরবনের নদী বাঁধ, ভাঙন আটকাতে ম্যানগ্রোভের বিকল্প নেই। যে সমস্ত এলাকার নদী বাঁধে ম্যানগ্রোভ ছিল, ইয়াসে সেখানে কম ক্ষতি হয়েছে। যেখানে ম্যানগ্রোভ ছিল না, সেখানে ক্ষতির পরিমাণ অনেকটাই বেশি। সুন্দরবনকে রক্ষা করতে তাই আরও বেশি করে ম্যানগ্রোভ লাগানোর পরামর্শ দিচ্ছেন পরিবেশবিদরা।
আরও পড়ুন: তরুণীদের গায়ে মাদক ছোড়ার অভিযোগ! বিষ্ণুপুরে গ্রেফতার ৩
advertisement
সেজন্য, গ্রাম স্তরে মানুষজনকে, বিশেষ করে যুবসমাজকে সংগঠিত করে পরিবেশকে সুরক্ষিত করার বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের মানুষজন। পরিবেশ সচেতনতা উপলক্ষে সুন্দরবনের মানুষকে সচেতনতা করতে পথে নামল ছাত্রছাত্রীরা।
আরও পড়ুন: নির্মূল হয়েছিল মহামারী! রূপ বদলে 'বুড়িমা' আগলে রাখেন সুন্দরবন, শিউরে ওঠা মাহাত্ম্য
সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জের সামসেরনগর, হেমনগর সহ প্রত্যন্ত এলাকায় সুন্দরবনবাসীদের ম্যনগ্রোভ রক্ষার করার পাশাপাশি নদীবাঁধের নতুন গাছ রোপনের বার্তা দেওয়া হয়। পাশাপাশি এলাকার স্কুলে ছাত্রছাত্রীদেরই হাতে চারাগাছ তুলে দিল ছাত্রছাত্রীদের এনএসএস ইউনিট। সব মিলিয়ে পরিবেশ ও সুন্দরবনকে রক্ষা করতে ম্যানগ্রোভ রোপন একমাত্রই উপায় বার্তা দিল ছাত্র-ছাত্রীরা।
জুলফিকার মোল্যা