হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
তরুণীদের গায়ে মাদক ছোড়ার অভিযোগ! বিষ্ণুপুরে গ্রেফতার ৩

South 24 Parganas News: তরুণীদের গায়ে মাদক ছোড়ার অভিযোগ! বিষ্ণুপুরে গ্রেফতার ৩

তরুণীদের গায়ে তরল মাদকও ছুড়ে দেয় অভিযুক্তরা। এরপরে স্থানীয় মানুষজন দেখতে পেয়ে তার প্রতিবাদ করলে তাদের ওপরে চড়াও হয় অভিযুক্তরা।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

বিষ্ণুপুর: রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে তরুণীদের উত্যক্ত করার অভিযোগ।  বিষ্ণুপুর থানা জুলপিয়া এলাকা থেকে গ্রেফতার করা হল ৩ যুবককে। তরুণীদের উত্যক্ত করার অভিযোগে এলাকার মানুষজন তাদেরকে আটক করে। বেধড়ক মারধর করার পর তাদেরকে তুলে দেওয়া হয় বিষ্ণুপুর থানার পুলিশের হাতে।

অভিযোগ,  রাস্তা দিয়ে আসা তরুণীদের বিরক্ত করছিল ওই তিন যুবক।  তরুণীদের গায়ে তরল মাদকও ছুড়ে দেয় অভিযুক্তরা। এরপরে স্থানীয় মানুষজন দেখতে পেয়ে তার প্রতিবাদ করলে তাদের ওপরে চড়াও হয় অভিযুক্তরা। পরে ওই তিন যুবককে ধরে বেধড়ক মারধর করার পর তাদেরকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। এদিন রাতে এই ঘটনায় বিষ্ণুপুর থানার জুলপিয়া এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

আরও পড়ুন: তরুণীদের গায়ে মাদক ছোঁড়ার অভিযোগ! বিষ্ণুপুরে গ্রেফতার ৩ 

পুলিশ সূত্রে খবর,  ধৃতরা বারুইপুর থানা এলাকার টংতলা বারুইপুর সংশোধনাগারের রাস্তায় বাইক নিয়ে রাস্তার মহিলাদেরকে উত্ত্যক্ত ও কটুক্তি করে। তারই মধ্যে কয়েকজন প্রতিবাদ করে সেখান থেকে বাইক নিয়ে পালিয়ে আসে অভিযুক্তরা।উত্তেজিত জনতা জুলপিয়া পুলের আগে রাস্তা আটকিয়ে ৩ জনকে ধরে, পুলিশের হাতে তুলে দেয়। তবে এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। ধৃতদের কে আলিপুর আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

অর্পন মন্ডল

Published by:Anulekha Kar
First published:

Tags: South 24 pargana