Durgapur News : ক্ষতিপূরণ দিতে নারাজ ইসিএল! খনির কাজ বন্ধ করে বিক্ষোভ গাঁওয়া সংগঠনের

Last Updated:

ক্ষতিপূরণ দিতে নারাজ ইসিএল!

+
title=

পাণ্ডবেশ্বর, পশ্চিম বর্ধমান : পশ্চিম বর্ধমানে গাঁওয়া সংগঠনের বিক্ষোভ। কুমারডিহিতে খোলা মুখ খনির কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় দলভাঙা গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। বিক্ষোভ  ইসিয়েল কর্তৃপক্ষের বিরুদ্ধে। মূলত জমির মালিকানা নিয়েই বিক্ষোভ করছেন আদিবাসীরা। একটা সময় আদিবাসীদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ইসিএল কর্তৃপক্ষ। পুনর্বাসনেরও প্রতিশ্রুতি দেন তাঁরা।
কিন্তু হঠাৎ করেই ঘটনার মোড় ঘুরে গিয়েছে ১৮০ ডিগ্রি। ইসিএল কর্তৃপক্ষ নাকি দাবি করছে, যে জমিতে আদিবাসীরা বসবাস করছেন, সেই জমি ১৯৭৩ সাল থেকে ইসিএল এর মালিকানাধীন। অন্যদিকে স্থানীয় আদিবাসীরা বলছেন, তাদের পূর্বপুরুষরা ১০০ বছর ধরে সেখানে বসবাস করছেন। তাহলে সেই জমি কি করে ইসিএলের হতে পারে। এই নিয়ে শুরু হয়েছে দ্বন্দ্ব। যার কারণে  আদিবাসী গাঁওতা সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে ।
advertisement
advertisement
স্থানীয় দল ভাঙা গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের অভিযোগ, কুমারডিহ খোলা মুখ খনির খনন কাজ চলছে। বিভিন্ন সময় করা হচ্ছে ব্লাস্টিং। যার ফলে ঘরবাড়িতে দেখা দিচ্ছে ফাটল। ব্লাস্টিং করার সময় পরিবারকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসতে হয়। এই সমস্ত অসুবিধা কথা জানিয়ে ইসিএল কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছিলেন গ্রামের মানুষজন।
advertisement
প্রাথমিকভাবে প্রথমদিকে বলা হচ্ছিল, ক্ষতিপূরণ দেওয়া হবে। পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। কিন্তু এখন ইসিএল কর্তৃপক্ষ দাবি করছে, সেই জমি সংস্থার অধীনে রয়েছে। যার পরে ব্যাপকভাবে ক্ষোভে ফুঁসছেন গ্রামের মানুষ। সেজন্য তারা খোলা মুখ খনির কাজ বন্ধ করে বিক্ষোভ দেখিয়েছেন। তাদের দাবি, লিখিতভাবে তাদেরকে ক্ষতিপূরণের এবং পুনর্বাসনের আশ্বাস দিতে হবে।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Durgapur News : ক্ষতিপূরণ দিতে নারাজ ইসিএল! খনির কাজ বন্ধ করে বিক্ষোভ গাঁওয়া সংগঠনের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement