Sundarban News|| নির্মূল হয়েছিল মহামারী! রূপ বদলে 'বুড়িমা' আগলে রাখেন সুন্দরবন, শিউরে ওঠা মাহাত্ম্য
- Published by:Shubhagata Dey
Last Updated:
Sundarban Spiritual News: রূপ বদলে সুন্দরবনে বুড়িমা উপকার করেন সাধরণ মানুষের। বুড়িমার থানের মাহাত্ম্য অসীম। বুড়িমার থানে পূজিত হন মা নারায়নি, শীতলা, বনবিবি সহ একাধিক দেবদেবী।
রায়দিঘি: অনেকদিন আগের কথা, দেশে তখন ব্রিটিশ রাজ। ইংরেজদের নির্দেশ অনুযায়ী চলছে সুন্দরবনের জঙ্গল হাসিলের কাজ। জঙ্গল কাটতে কাটতে একসময় তারা এসে পৌঁছলেন দক্ষিণে জয়কৃষ্ণপুর এলাকায়। সে সময় হঠাৎ ছড়িয়ে পড়ল মহামারির প্রাদুর্ভাব। মহামারির হাত থেকে বাঁচতে সকলে মিলে শরণাপন্ন হলেন মা নারায়ণীর কাছে। এরপর আশ্চর্যজনকভাবে সেই মহামারীর হাত থেকে রক্ষা পেলেন সকলেই।
সেই থেকে শুরু মন্দির প্রতিষ্ঠার কাজ। লোকমুখে প্রচলিত এই মন্দির থেকে দেবীমা বুড়িমার রূপ ধরে এলাকায় ঘোরাফেরা করেন। তাঁর কাছে যা চাওয়া যায়, তাই মেলে সকলের। দিকে দিকে বুড়িমার মাহাত্ম ছড়িয়ে পড়ে, এলাকার গন্ডি ছেড়ে আরও অনেক দূরে।
আরও পড়ুনঃ অপেক্ষায় থাকে কাঠবিড়ালি-কাক-শালিক-ছাতারেরা, জগন্নাথের সঙ্গে আত্মীক টান, মন ভাল করা কারণ
বর্তমানে মন্দিরে শীতলা, নারয়ণী, বিশালাক্ষী, নয় বিবিমা-সহ একাধিক প্রতিমা পূজিত হন। এলাকায় এই বুড়িমার থান খুবই জাগ্রত বলে পরিচিত। প্রতিবছর এই মন্দির চত্বরে পুজো উপলক্ষ্যে মেলার আয়োজন করে গ্রামবাসীরা। সেই মেলায় দূর দূরান্ত থেকে মানুষজন আসেন। হাজার হাজার মানুষের সমাগমে সেই সময় মন্দির চত্বর পরিপূর্ণ হয়ে ওঠে। নিজেদের মনস্কামণা পূরণ করার আশায় কঠিন সাধনায় ব্রতী হন মানুষজন। মন্দির চত্বরে সৃষ্টি হয় এক অন্য পরিবেশ। মেলার এই কয়েকটা দিন ভক্তি ও বিশ্বাসে মিশে যায় সাধারণ মানুষের আবেগ।
advertisement
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 28, 2023 3:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sundarban News|| নির্মূল হয়েছিল মহামারী! রূপ বদলে 'বুড়িমা' আগলে রাখেন সুন্দরবন, শিউরে ওঠা মাহাত্ম্য