সব মিলিয়ে যাত্রী সংখ্যা প্রায় ৬০ হাজারের দোড় গোড়ায় পৌঁছেছে। যা গত দু-আড়াই বছরে রেকর্ড বলে মনে করছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। পাশাপাশি কার্গো ফ্লাইটের সংখ্যাও বাড়ছে বলে জানা গিয়েছে। সম্প্রতি কলকাতার মাটিতে নেমেছিল বেলুগা এয়ারবাস। যা বিশ্বের সবচেয়ে বড় কার্গো বিমান।
আরও পড়ুনঃ কলকাতার ময়দানে দাপাতে এবার তৈরি মতুয়া ফুটবল টিম
advertisement
গোটা বিশ্বে এমন এয়ারবাস মাত্র পাঁচটি আছে। এই বিমানটি ৪৭ হাজার কেজি মাল পরিবহনের ক্ষমতা রাখে। মন্দা ভাব কাটিয়ে এভাবে ধিরে ধিরে স্বাভাবিক ছন্দে ফেরায় উচ্ছ্বসিত কলকাতা বিমানবন্দরের অধিকর্তা থেকে শুরু করে সমস্ত কর্মী বৃন্দ।
আরও পড়ুনঃ প্লাস্টিক মুক্ত শহর গড়ে উঠবে বনগাঁ, উদ্যোগী প্রশাসন
কলকাতা বিমানবন্দরের এক কর্তা জানান, ‘গত বছর দুর্গাপুজোর সময় যাত্রী সংখ্যা বেশ বেড়েছিল। কিন্তু তারপর করোনার নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রনের দাপট শুরু হওয়ায় ধিরে ধিরে যাত্রী সংখ্যা কমেছিল। আবার নতুন বছর থেকে একটু একটু করে যাত্রী সংখ্যা বাড়ায় আমরা খুশি।‘
Rudra Narayan Roy