সোনালী ফসল পাট পচাতে সাধারণত ২৮ দিনের মত সময় লাগে। বিশেষ পদ্ধতিতে এই পাট পচানো হয়ে থাকে জলে। পরিবেশের তারতম্যের কারণে তাপপ্রবাহ বাড়ায় জলসঙ্কটের সৃষ্টি হয়েছে জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। বৃষ্টির দেখা সেভাবে না পাওয়ার পাট চাষিরা সমস্যার সম্মুখীন হয়ে পড়েছেন। এখন কি ভাবে এই সমস্যা থেকে মুক্তি লাভ করবেন তার দিশা খুঁজে পাচ্ছেন না চাষিরা।
advertisement
আরও পড়ুনঃ নৌকা থেকে ২২ কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার! সাফল্য সীমান্ত রক্ষী বাহিনীর
জমির থেকে পাট তুলে নিয়ে আসলেও তা শুকিয়ে কালো হয়ে যাচ্ছে বলেই চাষীদের দাবি। একদিকে জাক দেওয়ার জায়গার অভাব অন্যদিকে পর্যাপ্ত বৃষ্টির অভাব। যার ফলেই পাটের রঙ এর পরিবর্তন হচ্ছে। কালো কিংবা বাদামি রঙের দেখা মিলছে পাট গুলিতে। পরিবেশ বিদরাও এখনই বৃষ্টি নিয়ে কোন আশার বাণী শোনাতে পারছেন না।
আরও পড়ুনঃ জানেন কি! জল সংরক্ষণ না করলে নিউটাউনে মিলবে না বাড়ি তৈরির ছাড়পত্র
অন্যদিকে একটু জলের খোঁজ মিললেই সেই জলাশয়ে একপ্রকার বাধ্য হয়ে জল কাদার মধ্যেই পাট পচানোর জন্য তা ডুবিয়ে রাখছেন পাট চাষীরা। পাটচাষীদের সংখ্যার অনুপাতে জায়গা কম থাকায় তাদের নিজেদের মধ্যেই তৈরি হচ্ছে সমস্যা। কবে এই পরিস্থিতির পরিবর্তন ঘটে এখন সেদিকেই তাকিয়ে জেলার পাট চাষিরা।
Rudra Narayan Roy