North 24 Parganas: জানেন কি! জল সংরক্ষণ না করলে নিউটাউনে মিলবে না বাড়ি তৈরির ছাড়পত্র
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
বিশ্ব উষ্ণায়নের ফলে জলস্তর নামছে সর্বত্র। ফলে তৈরি হচ্ছে জল সংকট। তাই তিলোত্তমার বুকে কংক্রিটের শহরে জল সংরক্ষণে অভিনব পদক্ষেপ গ্রহণের চিন্তাভাবনা শুরু করেছে এনকেডিএ।
#উত্তর ২৪ পরগনা : বিশ্ব উষ্ণায়নের ফলে জলস্তর নামছে সর্বত্র। ফলে তৈরি হচ্ছে জল সংকট। তাই তিলোত্তমার বুকে কংক্রিটের শহরে জল সংরক্ষণে অভিনব পদক্ষেপ গ্রহণের চিন্তাভাবনা শুরু করেছে এনকেডিএ। নিউটাউনে যে সমস্ত একতলা বা দোতলা বাড়ি রয়েছে সেগুলির উচ্চতা বৃদ্ধি করতে হলে, জল সংরক্ষনের ব্যবস্থা করতে হবে বাড়ির মালিককে। তবেই মিলবে ছাড়পত্র। এছাড়া নতুন করে কোন বহুতল নির্মান করতে হলেও, সেখানে করতে হবে জল সংরক্ষনের ব্যবস্থা। তা না হলে সেই বিল্ডিং নির্মানে ছাড়পত্র দেবে না নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি বা এনকেডিএ। এ বিষয়ে কড়া আইন আনতে চলেছে এনকেডিএ।এনকেডিএর চেয়ারম্যান দেবাশিস সেন জানিয়েছেন, ‘আগামী কয়েক বছরের মধ্যে জলসঙ্কট আরও তীব্র হবে। জলের জন্য সবাইকে হাহাকার করতে হবে। তাই এখন থেকেই সচেতন হতে হবে। বৃষ্টির জল ধরে রেখে তা পুনঃব্যবহার করতে হবে এবং ভূ-গর্ভস্থ জলস্তর যাতে ঠিক থাকে সেদিকে নজর দিতে হবে। এজন্য আইন আনছে এনকেডিএ। সেই আইন না মানলে বাড়ি তৈরির ছাড়পত্র দেওয়া হবে না।
নিউটাউনে নতুন আবাসন কিংবা অফিস বিল্ডিং নির্মান করার সময় জল সংরক্ষণ, সৌর শক্তির ব্যবহার এবং বৃক্ষরোপনে উৎসাহ দিয়ে আসছে এনকেডিএ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয় যতটা সম্ভব পরিবেশের দিকে নজর রেখে বিল্ডিং নির্মান করতে। পরিবেশ বাঁচাতে ইকো পার্কের মধ্যে সুবিশাল লেক আছে।রবীন্দ্রতীর্থের মধ্যেও একটি বড় পুকুর আছে। বৃষ্টির জল ওই পুকুরে জমা হয় যা আবার ওইখানে সমস্ত ফুল গাছে দেওয়া হয়।
advertisement
advertisement
শুধু জল নয় ব্যবহৃত প্লাস্টিক বা জামা-কাপড় কিভাবে পুনঃব্যবহার করা যায় সে ব্যাপারেও নতুন নতুন পন্থা অবলম্বন করছে এনকেডিএ। নিউটাউন উন্নয়ন পর্ষদ বা এনকেডিএ সূত্রে খবর, বর্তমানে নিউটাউনে নতুন কোন বিল্ডিং নির্মানে ছাড়পত্র পেতে হলে জমির দলিল, সঠিক প্ল্যান, মিউটেশন, পজিশন সার্টিফিকেট, দমকল ও বিমানবন্দর কর্তৃপক্ষের নো অবজেকশন সার্টিফিকেট, গ্রীন বিল্ডিং এর প্রমান পত্র সহ নানা নথি প্রয়োজন হয়।
advertisement
মূলত দুটি প্রক্রিয়ায় এই জল সংরক্ষন করতে হবে। এক, বৃষ্টির জল ধরে রেখে তা সরাসরি পাইপ লাইন বা অন্য কোন প্রক্রিয়ায় ভূ-গর্ভে পাঠাতে হবে। যাতে সেখানকার জল স্তর ঠিক থাকে। অথবা বৃষ্টির জল বড় ট্যাঙ্কে ধরে রেখে তা গাড়ি ধোওয়া, ফুল ও ফলের বাগানে ব্যাবহার করতে হবে। রেন ওয়াটার হার্ভেস্টিং এর জন্য নির্দিষ্ট বিধি আনতে সরকারের কাছে আবেদন করা হয়েছে। খুব শীঘ্রই তার অনুমোদন মিলতে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
Rudra Narayan Roy
Location :
First Published :
July 22, 2022 3:36 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: জানেন কি! জল সংরক্ষণ না করলে নিউটাউনে মিলবে না বাড়ি তৈরির ছাড়পত্র