National Youth Day: বিবেকানন্দের আদর্শে যুব জাগরণ, নবদ্বীপে ভাবানুরাগী যুব সম্মেলনে উৎসাহের জোয়ার

Last Updated:
Nadia National Youth Day: স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যুব সমাজকে মানবিক ও দায়িত্বশীল করে গড়ে তোলার লক্ষ্যেই নবদ্বীপ রামকৃষ্ণ মিশন শাখায় অনুষ্ঠিত হল স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলন।
1/6
স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যুব সমাজকে মানবিক ও দায়িত্বশীল করে গড়ে তোলার লক্ষ্যেই নবদ্বীপ রামকৃষ্ণ মিশন শাখায় অনুষ্ঠিত হল স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলন। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যুব সমাজকে মানবিক ও দায়িত্বশীল করে গড়ে তোলার লক্ষ্যেই নবদ্বীপ রামকৃষ্ণ মিশন শাখায় অনুষ্ঠিত হল স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলন। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
2/6
রামকৃষ্ণ মিশন, নবদ্বীপ শাখার উদ্যোগে এবং রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্ক-এর সহযোগিতায়, নদিয়া জেলা স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলন সমিতির তত্ত্বাবধানে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ১২৮ জন যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন।
রামকৃষ্ণ মিশন, নবদ্বীপ শাখার উদ্যোগে এবং রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্ক-এর সহযোগিতায়, নদিয়া জেলা স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলন সমিতির তত্ত্বাবধানে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ১২৮ জন যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন।
advertisement
3/6
বৈদিক মন্ত্রোচ্চারণ, স্বামী বিবেকানন্দের গান ও তাঁর বাণী পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রথম পর্বেই যুব প্রতিনিধিরা তাঁদের ভাবনা ও অভিজ্ঞতা সকলের সামনে তুলে ধরেন।
বৈদিক মন্ত্রোচ্চারণ, স্বামী বিবেকানন্দের গান ও তাঁর বাণী পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রথম পর্বেই যুব প্রতিনিধিরা তাঁদের ভাবনা ও অভিজ্ঞতা সকলের সামনে তুলে ধরেন।
advertisement
4/6
এরপর যুব জাগরণে স্বামী বিবেকানন্দের ভূমিকা বিষয়ে বিশদ ও প্রাঞ্জল আলোচনা করেন অধ্যাপক ডঃ শুভব্রত ধর। পরবর্তী পর্বে “বর্তমান ছাত্রসমাজ ও স্বামী বিবেকানন্দ” শীর্ষক বিষয়ে আলোকপাত করেন স্বামী তপোনিষ্ঠানন্দ মহারাজ, প্রধান শিক্ষক, রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়, সারগাছি।
এরপর যুব জাগরণে স্বামী বিবেকানন্দের ভূমিকা বিষয়ে বিশদ ও প্রাঞ্জল আলোচনা করেন অধ্যাপক ডঃ শুভব্রত ধর। পরবর্তী পর্বে “বর্তমান ছাত্রসমাজ ও স্বামী বিবেকানন্দ” শীর্ষক বিষয়ে আলোকপাত করেন স্বামী তপোনিষ্ঠানন্দ মহারাজ, প্রধান শিক্ষক, রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়, সারগাছি।
advertisement
5/6
সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল প্রশ্নোত্তর পর্ব, যেখানে যুব প্রতিনিধিদের বিভিন্ন সামাজিক, নৈতিক ও ব্যক্তিগত সমস্যার সমাধান বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল প্রশ্নোত্তর পর্ব, যেখানে যুব প্রতিনিধিদের বিভিন্ন সামাজিক, নৈতিক ও ব্যক্তিগত সমস্যার সমাধান বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
advertisement
6/6
নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দজি মহারাজ জানান, সুবক্তাদের উদ্দীপ্ত ও চিন্তাশীল বক্তব্যে যুব প্রতিনিধিরা গভীরভাবে অনুপ্রাণিত হয়েছেন। তাঁর আশা, এই সম্মেলনের মাধ্যমে প্রত্যেক প্রতিনিধি স্বামী বিবেকানন্দের আদর্শে নিজেদের জীবন গড়ে তুলে আরও ভাল মানুষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজে অবদান রাখবেন। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দজি মহারাজ জানান, সুবক্তাদের উদ্দীপ্ত ও চিন্তাশীল বক্তব্যে যুব প্রতিনিধিরা গভীরভাবে অনুপ্রাণিত হয়েছেন। তাঁর আশা, এই সম্মেলনের মাধ্যমে প্রত্যেক প্রতিনিধি স্বামী বিবেকানন্দের আদর্শে নিজেদের জীবন গড়ে তুলে আরও ভাল মানুষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজে অবদান রাখবেন। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
advertisement
advertisement