National Youth Day: বিবেকানন্দের আদর্শে যুব জাগরণ, নবদ্বীপে ভাবানুরাগী যুব সম্মেলনে উৎসাহের জোয়ার
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Nadia National Youth Day: স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যুব সমাজকে মানবিক ও দায়িত্বশীল করে গড়ে তোলার লক্ষ্যেই নবদ্বীপ রামকৃষ্ণ মিশন শাখায় অনুষ্ঠিত হল স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দজি মহারাজ জানান, সুবক্তাদের উদ্দীপ্ত ও চিন্তাশীল বক্তব্যে যুব প্রতিনিধিরা গভীরভাবে অনুপ্রাণিত হয়েছেন। তাঁর আশা, এই সম্মেলনের মাধ্যমে প্রত্যেক প্রতিনিধি স্বামী বিবেকানন্দের আদর্শে নিজেদের জীবন গড়ে তুলে আরও ভাল মানুষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজে অবদান রাখবেন। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)







