আরও পড়ুন: ভোর পাঁচটার আগেই মা বয়রার মন্দিরের সামনে ভক্তদের ঢল, মহাসমারোহে চলল পয়লা বৈশাখের পুজো
উত্তর ২৪ পরগনায় সুন্দরবনের যে অংশ পড়ে তার অন্তর্গত হিঙ্গলগঞ্জ। সেখানেই বয়ে গিয়েছে গৌড়েশ্বর নদী। তার তীরে অবস্থিত খেজুরবেড়িয়া গ্রাম। সেখানেই প্রতিবছর চড়কে বসে ঐতিহ্যবাহী হাজারি কালীর মেলা। এই মেলা এবার ১১৮ বর্ষে পদার্পণ করল। হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ এই মেলায় অংশগ্রহণ করেন। এই মেলার বৈশিষ্ট্য হল ১৩১ টি কালী প্রতিমা এখানে পুজো করা হয়। সেই প্রতিমাগুলি আনা হয় সুন্দরবনের বিভিন্ন গ্রাম থেকে। ভূদেব চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী ও অভিজিৎ চক্রবর্তীরা বংশ পরম্পরায় এই পুজো করে আসছেন।
advertisement
হাজারি কালীর চড়ক মেলায় ১৩১ কালী প্রতিমার পুজো দেখার জন্য সুন্দরবনের পাশাপাশি কলকাতা থেকেও বহু মানুষ আসেন। পয়লা বৈশাখে এখানে ভক্তরা নিজেদের মনস্কামনার কথা জানিয়ে মানত করেন। আজও ১৩১ কালীর পুজোয় পাঁঠা বলি হয়। এমন কালীপুজো বাংলার আর কোথাও দেখা যায় না। যা নিয়ে গর্বিত সুন্দরবনের মানুষ
জুলফিকার মোল্লা