হোম /খবর /উত্তরবঙ্গ /
নতুন বছরকে স্বাগত জানাতে ভোর থেকে মা বয়রার মন্দিরে ভিড় ভক্তদের

Poila Baisakh News: ভোর পাঁচটার আগেই মা বয়রার মন্দিরের সামনে ভক্তদের ঢল, মহাসমারোহে চলল পয়লা বৈশাখের পুজো

X
title=

পরিবারের মঙ্গল কামনায় পুজো দেওয়ার পাশাপাশি বহু ব্যবসায়ী হালখাতা ও লক্ষ্মী-গণেশের মূর্তি নিয়ে মন্দিরে আসেন পুজো দেবেন বলে। এদিন ভোর পাঁচটা থেকেই মা বয়রার মন্দিরে পুজো শুরু হয়ে যায়।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

উত্তর দিনাজপুর: নতুন বছর হিসেবে আমরা যতই ইংরেজি নববর্ষকে নিয়ে মেতে উঠি না কেন বাংলা নববর্ষের আবেদন বাঙালির কাছে অন্যরকম। পয়লা বৈশাখের সঙ্গে নতুন বছরের আনন্দের পাশাপাশি পরিবারের মঙ্গল কামনা, ব্যবসার সমৃদ্ধি প্রার্থনার মত বিষয়গুলিও জড়িত আছে। এই দিন বহু বাঙালি ভোরবেলা থেকে বিভিন্ন মন্দিরে মন্দিরে ভিড় করেন। সেই একই ছবি দেখা গেল কালিয়াগঞ্জের বয়রা কালী মন্দিরে। এখানেও মা কালীর কাছে পয়লা বৈশাখের পুজো দেওয়ার জন্য ভিড় করলেন অসংখ্য পুণ্যার্থী।

আরও পড়ুন: পান-বিড়ির দোকান‌ও অ্যাপে হিসেব রাখছে! নববর্ষে বেজে উঠল খেরোর খাতার 'নিশ্চিত' বিদায় ঘণ্টা

উত্তর দিনাজপুরের এই কালীমন্দিরটি ভক্তদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আর তাই বাংলা নববর্ষের দিন পুজো দিতে দূর দূরান্ত থেকে বহু মানুষ মানুষ ছুটে আসেন। ভোর থেকে মন্দিরের সামনে ভক্তদের বিশাল লম্বা লাইন লক্ষ্য করা যায়।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বয়রা কালী মন্দিরে ভিড় বাড়তে থাকে। সাতসকালেই তাপমাত্রা বাড়াবাড়ির জায়গায় পৌঁছে গেলেও ভক্তদের মধ্যে উৎসাহের খামতি ছিল না। পরিবারের মঙ্গল কামনায় পুজো দেওয়ার পাশাপাশি বহু ব্যবসায়ী হালখাতা ও লক্ষ্মী-গণেশের মূর্তি নিয়ে মন্দিরে আসেন পুজো দেবেন বলে। এদিন ভোর পাঁচটা থেকেই মা বয়রার মন্দিরে পুজো শুরু হয়ে যায়।

পিয়া গুপ্তা

Published by:kaustav bhowmick
First published:

Tags: Bengali New Year, Poila Baisakh, Puja, Temple, Uttar dinajpur News