বারাসাত উচ্চ বালিকা বিদ্যালয় এর মধ্যে, ক্লাস ফাইভের বি সেকশনে ভূত দেখার আতঙ্ক ছড়ায় কয়েকদিন আগে। আর তারপর থেকেই, দেখা যায় অনেক ছাত্রী ভয়ে স্কুলে আসছেন না। অভিভাবকেরাও ছাত্রীদের স্কুলে পাঠাতে রীতিমতো দ্বিধাবোধ করছেন।
আরও পড়ুন: পেতে পারেন অনেক টাকা ঋণ, দেবে মৎস্য় দফতর! মিলবেও খুব সহজে
কম ছাত্রী আসায় চিন্তায় পড়ে বিদ্যালয় কর্তৃপক্ষ। অবশেষে, স্কুল কর্তৃপক্ষ আলাদা করে ছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের নিয়েও বিজ্ঞান মঞ্চকে দিয়ে বিদ্যালয়ের মধ্যে সেমিনারের আয়োজন করে, ভূতের আতঙ্ক কাটাতে। বিজ্ঞান মঞ্চের তরফ থেকে এদিন ওই ক্লাসরুম সহ স্কুল প্রাঙ্গন ঘুরে দেখা হয়। কেন ছাত্রীরা আতঙ্কগ্রস্ত হচ্ছে, কেউ হ্যালুসিনেট করার চেষ্টা করছে কিনা তা খতিয়ে দেখা হয়।
advertisement
আরও পড়ুন: ২.৩ লক্ষ কোটি টাকার হিসেব মামলা, বামেদের দিকে আঙুল উঠল হাইকোর্টে
পরবর্তীতে যদিও একাংশের ছাত্রীরা জানিয়েছেন, যে তারা আতঙ্কগ্রস্থ হলেও এখন তাদের এই আতঙ্ক ধীরে ধীরে কেটে গিয়েছে। বিজ্ঞানমঞ্চের দাবি, ভূত বলে কিছু নেই বা অলৌকিক বলেও কিছু হয় না। ভূতকে কেউ কোন দিনে ছুয়ে দেখে নি, বা অনুভব করেনি। মনের ভুল থেকে অথবা কেউ বদমায়েশি করে ভয় দেখাতে পারে এর থেকে আর বেশি কিছু না। এদিনের সচেতনতা শিবিরের পর আবারও স্কুল মুখী হয় কিনা ছাত্রীরা এখন সেটাই দেখার।
-----Rudra Narayan Roy