TRENDING:

Ghost Afraid: ক্লাস রুমেই রয়েছে নাকি ভূত! বারাসাতে আতঙ্কে স্কুলে আসছে না ছাত্রীরা

Last Updated:

Ghost Afraid: বারাসাত উচ্চ বালিকা বিদ্যালয় এর মধ্যে, ক্লাস ফাইভের বি সেকশনে ভূত দেখার আতঙ্ক ছড়ায় কয়েকদিন আগে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: স্কুলে ক্লাসের মধ্যে রয়েছে ভূত, আর সেই ভূতই অতিষ্ঠ করছে ছাত্রীদের। শুধু তাই নয়, ধাক্কা দিচ্ছে, আচর দিচ্ছে, ভয় দেখাচ্ছে আরও নানা সমস্যা তৈরি করছে। আর তার পর থেকেই ভয়ে আতঙ্কে স্কুলে আসা কমিয়ে দিয়েছে ছাত্রীরা। আবারও ভয় কাটিয়ে স্কুলে ছাত্রীদের ফিরিয়ে আনতে বিজ্ঞান মঞ্চের দ্বারস্থ হলেন স্কুল কর্তৃপক্ষ।
advertisement

বারাসাত উচ্চ বালিকা বিদ্যালয় এর মধ্যে, ক্লাস ফাইভের বি সেকশনে ভূত দেখার আতঙ্ক ছড়ায় কয়েকদিন আগে। আর তারপর থেকেই, দেখা যায় অনেক ছাত্রী ভয়ে স্কুলে আসছেন না। অভিভাবকেরাও ছাত্রীদের স্কুলে পাঠাতে রীতিমতো দ্বিধাবোধ করছেন।

আরও পড়ুন: পেতে পারেন অনেক টাকা ঋণ, দেবে মৎস্য় দফতর! মিলবেও খুব সহজে

কম ছাত্রী আসায় চিন্তায় পড়ে বিদ্যালয় কর্তৃপক্ষ। অবশেষে, স্কুল কর্তৃপক্ষ আলাদা করে ছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের নিয়েও বিজ্ঞান মঞ্চকে দিয়ে বিদ্যালয়ের মধ্যে সেমিনারের আয়োজন করে, ভূতের আতঙ্ক কাটাতে। বিজ্ঞান মঞ্চের তরফ থেকে এদিন ওই ক্লাসরুম সহ স্কুল প্রাঙ্গন ঘুরে দেখা হয়। কেন ছাত্রীরা আতঙ্কগ্রস্ত হচ্ছে, কেউ হ্যালুসিনেট করার চেষ্টা করছে কিনা তা খতিয়ে দেখা হয়।

advertisement

View More

আরও পড়ুন: ২.৩ লক্ষ কোটি টাকার হিসেব মামলা, বামেদের দিকে আঙুল উঠল হাইকোর্টে

পরবর্তীতে যদিও একাংশের ছাত্রীরা জানিয়েছেন, যে তারা আতঙ্কগ্রস্থ হলেও এখন তাদের এই আতঙ্ক ধীরে ধীরে কেটে গিয়েছে। বিজ্ঞানমঞ্চের দাবি, ভূত বলে কিছু নেই বা অলৌকিক বলেও কিছু হয় না। ভূতকে কেউ কোন দিনে ছুয়ে দেখে নি, বা অনুভব করেনি। মনের ভুল থেকে অথবা কেউ বদমায়েশি করে ভয় দেখাতে পারে এর থেকে আর বেশি কিছু না। এদিনের সচেতনতা শিবিরের পর আবারও স্কুল মুখী হয় কিনা ছাত্রীরা এখন সেটাই দেখার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

-----Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Ghost Afraid: ক্লাস রুমেই রয়েছে নাকি ভূত! বারাসাতে আতঙ্কে স্কুলে আসছে না ছাত্রীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল