Loan: পেতে পারেন অনেক টাকা ঋণ, দেবে মৎস্য় দফতর! মিলবেও খুব সহজে

Last Updated:

Loan: মৎস্যজীবীরা এই ঋণ নিতে হলে সরাসরি ব্লক স্তরের মৎস্য দফতরে আবেদন করবেন। মৎস্য দফতরের মাধ্যমেই ঋণ পাবেন মৎস্যজীবীরা।

+
মৎস্যজীবীদের

মৎস্যজীবীদের জন্য ঋণ

মালদহ: মৎস্যজীবীদের জন্য রয়েছে বিশেষ ঋণের ব্যবস্থা। সময়ের মধ্যে সে ঋণ পরিশোধ করলে আবার মিলবে বিশেষ ছাড়। রাজ্যের মৎস্যজীবীদের উন্নয়নে এমনই অভিনব প্রকল্প চালু রয়েছে রাজ্য সরকারের। এ ঋণ নিতে হলে মৎস্যজীবীদের অবশ্যই মৎস্যজীবী ক্রেডিট কার্ড থাকতে হবে। সঙ্গে লিজে নেওয়া পুকুর বা জলাশয় থাকলেই ঋণের জন্য আবেদন করতে পারবেন।
মৎস্যজীবীরা এই ঋণ নিতে হলে সরাসরি ব্লক স্তরের মৎস্য দফতরে আবেদন করবেন। মৎস্য দফতরের মাধ্যমেই ঋণ পাবেন মৎস্যজীবীরা।মালদহ জেলা মৎস্য দফতর সূত্রে জানা গেছে, মৎস্যজীবী ক্রেডিট কার্ড এর মাধ্যমে মৎস্যজীবীরা সর্বোচ্চ দুই থেকে তিন লক্ষ টাকা ঋণ নিতে পারবেন। এই ঋণের সুদের হার খুব কম। মাত্র সাত শতাংশ সুদ দিতে হবে ব্যাংকে। এক বছরের মধ্যে এই ঋণ পরিশোধ করতে হবে মৎস্যজীবীদের।
advertisement
advertisement
যদি কোন মৎস্যজীবী সময়ের মধ্যে তার ঋণ পরিশোধ করেন তাহলে তাঁকে ব্যাংকের পক্ষ থেকে দুই থেকে তিন শতাংশ সুদে ছাড় দেওয়া হবে।কিভাবে আবেদন করবেন মৎস্যজীবীরা এই ঋণের জন্য? এরই নিতে গেলে মৎস্যজীবীদের ক্রেডিট কার্ডের মাধ্যমে মৎস্য দফতরে আবেদন করতে হবে। মৎস্য দফতরে আবেদনপত্র পাওয়া যায়। সেই আবেদন পত্র পূরণ করে সঙ্গে উপভোক্তাদের দিতে হবে ক্রেডিট কার্ড ও ব্যাংক একাউন্টের ফটোকপি।
advertisement
মৎস্য দফতরের পক্ষ থেকে সেই আবেদনপত্র ভেরিফাই করা হবে। সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানো হবে আবেদন পত্র। মৎস্য দফতরের ছাড়পত্র মিললেই মৎস্যজীবীরা সরাসরি ব্যাংক থেকে ঋণ পেয়ে যাবেন। মৎস্যজীবীদের আর্থিক উন্নয়ন এবং মৎস্য চাষে আরও উন্নত করতে সরকারের এই উদ্যোগ।
advertisement
-----হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Loan: পেতে পারেন অনেক টাকা ঋণ, দেবে মৎস্য় দফতর! মিলবেও খুব সহজে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement