ADENOVIRUS Advisory: অ্যাডিনোভাইরাস মোকাবিলায় ১০ দফা নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের! কী আছে তাতে? দেখুন...

Last Updated:

ADENOVIRUS Advisory: অ্যাডিনোভাইরাস সংক্রমণ বাড়তেই সতর্কতা বাড়ল রাজ্য জুড়ে। দফায় দফায় বৈঠক চলে রাজ্য স্বাস্থ্য দফতরের।

অ্যাডিনোভাইরাস মোকাবিলা
অ্যাডিনোভাইরাস মোকাবিলা
কলকাতা: অ্যাডিনো ভাইরাস সংক্রমণ বাড়তেই সতর্কতা বাড়ল রাজ্য জুড়ে। দফায় দফায় বৈঠক চলে রাজ্য স্বাস্থ্য দফতরের। আজ অ্যাডিনোভাইরাস মোকাবিলায় রাজ্য স্বাস্থ্য দফতর জারি করল নয়া নির্দেশিকা। কী কী রয়েছে সেই নির্দেশিকায়? দেখে নিন একনজরে।
নির্দেশিকা অনুযায়ী পেডিয়াট্রিক ARI ক্লিনিকগুলি ২৪ ঘণ্টা ব্যাপী চালু থাকবে।
রাজ্যের সব হাসপাতাল,মেডিক্যাল কলেজ,জেলা হাসপাতালগুলিতে আউটডোর এর পাশাপশি পেডিয়াট্রিক ARI ক্লিনিক জরুরি বিভাগে চালু করতে হবে।
advertisement
ভেন্টিলেটরের ব্যবস্থা রাখতে হবে। নার্সিং সুপারের নিয়মিত নজরদারি রাখতে হবে।
স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, করোনার জন্যে কেনা ভেন্টিলেটরগুলিকে ব্যবহার করা হবে শিশুদের জন্য।
advertisement
করোনার জন্য প্রস্তুত ওয়ার্ডগুলিকে জ্বর সর্দি কাশি নিয়ে আসা শিশু এবং মায়েদের জন্য ব্যাবহার করা হবে।
হেল্পলাইন নম্বর ও চালু করা হল: ১৮০০৩১৩৪৪৪ এই নম্বর ২৪ ঘণ্টা ব্যাপী চালু থাকবে।
advertisement
অ্যাডিনোভাইরাস নিয়ে বিশেষ বৈঠকে আজ ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যসচিবকে নিয়ে তিনি আজ বৈঠক বসেন নবান্নে৷ অ্যাডিনো ভাইরাস পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনার জন্যই এই বৈঠকে আলোচনা চলে৷ কলকাতায় অ্যাডিনোভাইরাস পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল বলে মনে করা হচ্ছে৷ এই বৈঠকের পরেই অ্যাডিনোভাইরাস নিয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দফতর।
বাংলা খবর/ খবর/কলকাতা/
ADENOVIRUS Advisory: অ্যাডিনোভাইরাস মোকাবিলায় ১০ দফা নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের! কী আছে তাতে? দেখুন...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement