Group D Recruitment Scam: 'গঙ্গার মতো স্বচ্ছ নয় Waiting List...', গ্রুপ- ডি নিয়োগ নিয়ে কমিশনকে সতর্কবাণী বিচারপতির!
- Published by:Sanjukta Sarkar
- Written by:ARNAB HAZRA
Last Updated:
Group D Recruitment Scam: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সম্প্রতি ১৯১১ জন কর্মরত গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হয়েছে। এই ১৯১১ জনের শূন্যপদে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ প্রক্রিয়াও শুরু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
কলকাতা: গ্রুপ ডির নিয়োগ সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে এবার তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর। গ্রুপ- ডি র 'ওয়েটিং লিস্ট' কিন্তু মোটেও স্বচ্ছ নয়, এমন বার্তাই দিলেন বিচারপতি বসু। তিনি স্পষ্টই বলেন, "মনে রাখতে হবে, 'গঙ্গার মত স্বচ্ছ নয় ওয়েটিং লিস্ট।" তাই অনেক বেশি সতর্ক থাকতে হবে স্কুল সার্ভিস কমিশনকে।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সম্প্রতি ১৯১১ জন কর্মরত গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হয়েছে। এই ১৯১১ জনের শূন্যপদে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ প্রক্রিয়াও শুরু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে দায়ের হওয়া মামলাও এই মুহূর্তে বিচারাধীন। এমতাবস্থায় বিচারপতি বসুর আজকের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ন বলে মনে করছেন আইনজীবীরা।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 28, 2023 2:30 PM IST