TRENDING:

North 24 Parganas News: গোটা বাড়ি মোহনবাগানময়, বিশরপাড়ার অয়নের বাড়ি এখন দর্শনীয় স্থান

Last Updated:

North 24 Parganas News: আরও এক অন্ধ ভক্তের খোঁজ মিলল বিশরপাড়ায়। নাম অয়ন মল্লিক। সুরেন্দ্রনাথ কলেজের একাউন্টস ডিপার্টমেন্টে কর্মরত তিনি। বর্তমানে তার এই বাড়ি হয়ে উঠেছে জেলার ফুটবল প্রেমীদের দর্শনীয় স্থান। ভাবছেন কিভাবে! কারণ গোটা বাড়ি তিনি মোহনবাগানময় করে তুলেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: অন্ধ ভক্তদের ভালবাসা মনে হয় এমনই হয়। দেশ, প্রিয় ক্লাব, প্রিয় প্লেয়ার যাই হোক না কোনও এক একনিষ্ঠ ফ্যানের জীবনের অঙ্গ হয়ে ওঠে এই সব। এর আগে ইছাপুরের শিবে পাত্রর মিনি আর্জেন্টিনা বাড়ি কথা তুলে ধরেছিলাম। এবার তেমনই আরও এক ভক্তের খোঁজ মিলল বিশরপাড়ায়। নাম অয়ন মল্লিক। সুরেন্দ্রনাথ কলেজের একাউন্টস ডিপার্টমেন্টে কর্মরত তিনি। বর্তমানে তার এই বাড়ি হয়ে উঠেছে জেলার ফুটবল প্রেমীদের দর্শনীয় স্থান। ভাবছেন কিভাবে! কারণ গোটা বাড়ি তিনি মোহনবাগানময় করে তুলেছেন।
advertisement

অল্প বয়স থেকেই অয়নের ভালোলাগা, পাগলামি সবকিছুই ছিল ফুটবল আর মোহনবাগান। আর তার সেই সময় থেকে দেখা স্বপ্নই আজ বাস্তবে রূপ পেয়েছে নিজের মত করে। ছোটবেলায় বাবার হাত ধরে মোহনবাগানে খেলা দেখতে যাওয়া থেকে বর্তমানে মোহনবাগান দলের যে অবস্থান, জয়-সাফল্য সবটাই ধরে রেখেছে তার এই তিনতলা বাড়িটিতে। প্রথমে অয়ন নিজেই এই বাড়ি সাজিয়ে তোলার থিম ভেবেছিলেন। পরবর্তীতে, দুজন শিল্পীর হাতে অয়য়েন এই স্বপ্ন ফুটে ওঠে।

advertisement

বাঙালির কাছে ফুটবল যে সব খেলার সেরা তা হয়তো বিশরপাড়ায় এই বাড়িতে না আসলে বোঝা যাবে না। কি পরিমান ভক্ত হলে এ ধরনের কাজ করতে পারে, তার কথা বারংবার আপনার মাথায় আসব। এমনকি,গতবছর কেদারনাথ যাত্রা করেছিলেন অয়ন। কেদারনাথে গিয়েও মোহনবাগানের পতাকা উড়িয়েছিল সে। সেই দৃশ্য বাড়ির একেবারে ছাদে ফুটিয়ে তোলা হয়েছে। এমনকি অয়নের বাইক, চারচাকা গাড়ি সব জায়গায় একটাই রঙ মোহনবাগান। বাড়ির ভিতরে মোহনবাগান সেলফি জোনও করেছেন তিনি।

advertisement

আরও পড়ুনঃ How to Keep Snakes Away During Monsoon: বর্ষায় বেড়েছে সাপের উপদ্রব? কী করলে বাড়িতে সাপ আসবে না, জেনে নিন বিস্তারিত

View More

অয়ন যেই পাড়ায় বসবাস করেন, সেখানে তিনিই একমাত্র মোহনবাগান ফ্যান। বাকি সবাই ইস্টবেঙ্গলের সমর্থক। যদিও অয়নের এই মোহনবাগান প্রেমকে কুর্নিশ জানাচ্ছেন প্রতিবেশীরাও। বাড়ির ছেলের এই মোহনবাগান প্রেমে পূর্ণ সমর্থন রয়েছে পরিবারের অন্যান্য সদস্যদেরও। অয়নের সবচেয়ে পছন্দের খেলোয়াড় ব্যারেটো। বর্তমাবে অয়নের বাড়ি দেখতে ভিড় জমাচ্ছেন অনেকেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: গোটা বাড়ি মোহনবাগানময়, বিশরপাড়ার অয়নের বাড়ি এখন দর্শনীয় স্থান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল