How to Keep Snakes Away During Monsoon: বর্ষায় বেড়েছে সাপের উপদ্রব? কী করলে বাড়িতে সাপ আসবে না, জেনে নিন বিস্তারিত

Last Updated:
How to Keep Snakes Away From Home During Monsoonn: সাপ তাড়াতে কার্বলিক অ্যাসিড বাড়িতে রাখা যে সবথেকে ভাল উপায় সেবিষয়ে কোনও সন্দেহ। তবে কার্বলিক অ্যাসডি না পেলে বেশ কিছু ঘরোয়া টোটকা রয়েছে যা দিয়ে বাড়িতে সাপের প্রবেশ আটকানো যেতে পারে।
1/8
বর্ষা আসতেই নানা জায়গায় বেড়ে থাকে সাপের উপদ্রব। বিশেষ করে গ্রামাঞ্চলের বাড়িতে প্রায়শই সাপ দেখা যায়। ঘর, রান্নাঘরের কোণে, বাড়ি বাগানে নানা জায়গায় বাড়ে সাপের আনাগোনা। যার কারণে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।
বর্ষা আসতেই নানা জায়গায় বেড়ে থাকে সাপের উপদ্রব। বিশেষ করে গ্রামাঞ্চলের বাড়িতে প্রায়শই সাপ দেখা যায়। ঘর, রান্নাঘরের কোণে, বাড়ি বাগানে নানা জায়গায় বাড়ে সাপের আনাগোনা। যার কারণে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।
advertisement
2/8
সহজ উপায়ে কীভাবে সাপের উপদ্রব থেকে বাঁচা যায় তা নিয়েই এই প্রতিবেদনে আলোচনা করা হবে। সাপ তাড়াতে কার্বলিক অ্যাসিড বাড়িতে রাখা যে সবথেকে ভাল উপায় সেবিষয়ে কোনও সন্দেহ। তবে কার্বলিক অ্যাসডি না পেলে বেশ কিছু ঘরোয়া টোটকা রয়েছে যা দিয়ে বাড়িতে সাপের প্রবেশ আটকানো যেতে পারে।
সহজ উপায়ে কীভাবে সাপের উপদ্রব থেকে বাঁচা যায় তা নিয়েই এই প্রতিবেদনে আলোচনা করা হবে। সাপ তাড়াতে কার্বলিক অ্যাসিড বাড়িতে রাখা যে সবথেকে ভাল উপায় সেবিষয়ে কোনও সন্দেহ। তবে কার্বলিক অ্যাসডি না পেলে বেশ কিছু ঘরোয়া টোটকা রয়েছে যা দিয়ে বাড়িতে সাপের প্রবেশ আটকানো যেতে পারে।
advertisement
3/8
কার্বলিক অ্যাসিড না পাওয়া গেলে বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে লাল রঙের সাবান। কারণ লাল সাবানে যেহেতু কার্বলিক অ্যাসিড বা কর্বনিল থাকে। তাই সেই সাবান টুকরো টুকরো করে দিলে ঘরে সাপ প্রবেশ আটকানো যেতে পারে।
কার্বলিক অ্যাসিড না পাওয়া গেলে বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে লাল রঙের সাবান। কারণ লাল সাবানে যেহেতু কার্বলিক অ্যাসিড বা কর্বনিল থাকে। তাই সেই সাবান টুকরো টুকরো করে দিলে ঘরে সাপ প্রবেশ আটকানো যেতে পারে।
advertisement
4/8
কার্বলিক অ্যাসিডের পরিবর্ত হিসেবে ব্যবহার করা যেতে পারে সালফার গুঁড়ো। বাড়ির যে সকল জায়গায় সাপের আনাগোনা বেশি সেই জায়গাগুলিতে সালফারের গুঁড়ো ছড়িয়ে দিন। সালফারের গুঁড়ো সাপের চামড়ায় জ্বালা ধরিয়ে দেয়। ফলে সাপের গায়ে একবার লাগলে সাপ আর সেদিকে খুব একটা যায় না।
কার্বলিক অ্যাসিডের পরিবর্ত হিসেবে ব্যবহার করা যেতে পারে সালফার গুঁড়ো। বাড়ির যে সকল জায়গায় সাপের আনাগোনা বেশি সেই জায়গাগুলিতে সালফারের গুঁড়ো ছড়িয়ে দিন। সালফারের গুঁড়ো সাপের চামড়ায় জ্বালা ধরিয়ে দেয়। ফলে সাপের গায়ে একবার লাগলে সাপ আর সেদিকে খুব একটা যায় না।
advertisement
5/8
কার্বলিক অ্যাসিড না পেলে ঘরোয়া পদ্ধতিতে রসুন ও সরষের তেল দিয়েও সাপ আটাকানোর চোষ্টা করা যেতে পারে। রসুন বেঁটে নিয়ে তার সঙ্গে সরষের তেল মিশিয়ে নিন। তা রেখে দিন একদিন। সেই মিশ্রণ বাড়ির চারপাশে ছিটিয়ে দিন।
কার্বলিক অ্যাসিড না পেলে ঘরোয়া পদ্ধতিতে রসুন ও সরষের তেল দিয়েও সাপ আটাকানোর চোষ্টা করা যেতে পারে। রসুন বেঁটে নিয়ে তার সঙ্গে সরষের তেল মিশিয়ে নিন। তা রেখে দিন একদিন। সেই মিশ্রণ বাড়ির চারপাশে ছিটিয়ে দিন।
advertisement
6/8
ন্যাপথলিন গুঁড়ো দিয়েও সাপ তাড়ানো যেতে পারে। কার্লিক অ্যাসিড না পেলে ন্যাপথলিন গুঁড়ো করে বাড়ির সাপ উপদ্রুত এলাকায় ছড়িয়ে দিতে পারেন। ন্যাপথলিনের গন্ধ থেকে সাপ দূরে থাকে ও আনাগোনা কমে।
ন্যাপথলিন গুঁড়ো দিয়েও সাপ তাড়ানো যেতে পারে। কার্লিক অ্যাসিড না পেলে ন্যাপথলিন গুঁড়ো করে বাড়ির সাপ উপদ্রুত এলাকায় ছড়িয়ে দিতে পারেন। ন্যাপথলিনের গন্ধ থেকে সাপ দূরে থাকে ও আনাগোনা কমে।
advertisement
7/8
গোল মরিচ বা লঙ্কার গুঁড়ো আর লেবুর রস মিশিয়ে নিয়ে তা ছড়িয়ে দিতে পারেন আশপাশে। এতে সাপ সেই রাস্তা ধরে আসে না। এছাড়া পচে যাওয়া পেঁয়াজ বা সতেজ পেঁয়াজ বেটে বাড়ির আশপাশে ছড়িয়ে দিতে পারেন।
গোল মরিচ বা লঙ্কার গুঁড়ো আর লেবুর রস মিশিয়ে নিয়ে তা ছড়িয়ে দিতে পারেন আশপাশে। এতে সাপ সেই রাস্তা ধরে আসে না। এছাড়া পচে যাওয়া পেঁয়াজ বা সতেজ পেঁয়াজ বেটে বাড়ির আশপাশে ছড়িয়ে দিতে পারেন।
advertisement
8/8
এছাড়া যদি কার্বলিক অ্যাসিড না থাকে বাড়ির আশপাশে যদি জলা জায়গা থাকে, বা অনেকদিন কোথাও জল জমে থাকে, সেখানে একটু ভিনিগার ছড়িয়ে দিতে পারেন। তাহলে সাপ সেই জায়গায় লুকিয়ে থাকলে সরে যাবে। তবে মাথায় রাখতে হবে যে কার্বলিক অ্যাসিডই সাপ তাড়ানোর সবথেকে ভাল উপায়।
এছাড়া যদি কার্বলিক অ্যাসিড না থাকে বাড়ির আশপাশে যদি জলা জায়গা থাকে, বা অনেকদিন কোথাও জল জমে থাকে, সেখানে একটু ভিনিগার ছড়িয়ে দিতে পারেন। তাহলে সাপ সেই জায়গায় লুকিয়ে থাকলে সরে যাবে। তবে মাথায় রাখতে হবে যে কার্বলিক অ্যাসিডই সাপ তাড়ানোর সবথেকে ভাল উপায়।
advertisement
advertisement
advertisement