বাদুড়িয়ায় বিভিন্ন প্রজাতির কুল চাষ হয়। এখানকার আটলিয়া, বদর, বুরুজ সহ বিভিন্ন এলাকায় কুল চাষের বাগান আছে। স্থানীয় চাষিরা মূলত দেশি কুল ও হাইব্রিড কুল গাছের সংমিশ্রণ ঘটিয়ে কুল চাষ শুরু করেন। বর্তমানে বাদুড়িয়ার কয়েকটি গ্রামের প্রায় কয়েকশো মানুষের জীবিকা এই কুল চাষের উপর নির্ভর করে গড়ে উঠেছে। কুল চাষের জন্য গাছে কলম বাধার ১৪ দিন পর নতুন গাছ ফুটে ওঠে। আর সেই গাছ জমিতে বসিয়ে শুরু হয় চাষ। একটি গাছ দুই থেকে তিন ফুট বেড়ে ওঠে ছয় মাসের মধ্যে। তারপরই শুরু হয় ফলন। একটি গাছ থেকে বছরে প্রায় এক কুইন্টাল কুল পাওয়া যায়।
advertisement
বাদুড়িয়ায় বাণিজ্যিকভাবে কুল চাষ হয়। তবে সেই কুল এবার শুধুমাত্র রাজ্যে নয়, পাড়ি দিচ্ছে ভিন রাজ্যেও। অনান্য বছরের তুলনায় এই বছর কুলের ফলন বেশি হয়েছে, কিন্তু বাংলার বাজারে দাম অনেকটাই কম। তাই বেশি লাভের আশায় দিল্লি, ওড়িশায় বাণিজ্যিকভাবে পাঠানো হচ্ছে এখানকার কুল।
জুলফিকার মোল্লা