এবার দত্তপুকুর মাঠের সেই ১৯ বছর বয়সের হীরে জ্বলজ্বল করবে মুম্বাইয়ের মাঠে। উত্তর ২৪ পরগনা দত্তপুকুরের ফুটবলার দ্বীপ গাইন ফুটবল খেলতে যাচ্ছেন মুম্বাই শহরে। দ্বীপের এই সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার থেকে খেলোয়াড় সহ দত্তপুকুর বাসীরা। যে ক্লাবের মাঠ থেকেই প্রতিভার বিকাশ দেখা গেছিল দ্বীপের, সেই ক্লাবের মাঠের কর্মকর্তারাও এমন খবরে আপ্লুত হয়ে পড়েছেন।
advertisement
আরও পড়ুন - মধ্যমগ্রামে দুই প্রজন্ম ধরে চলছে এই চপের দোকান, সন্ধ্যা হলেই উপচে পড়ে ভিড়
আরও পড়ুন - ডায়মন্ডহারবারে এখনও মেলে ২২ টাকায় মাংস ভাত, ২১ টাকায় মাছ ভাত ও সবজি ভাত ১৭ টাকায়
খুব ছোট বয়স থেকেই ফুটবলের প্রতি ঝোঁক থাকায় বাবার সঙ্গে দত্তপুকুর নিবাধুই জাগ্রত সংঘের মাঠে যেত দ্বীপ। বাবা টোটো চালক। মা গৃহিনী। ছেলের ফুটবলের প্রতি ভালোবাসা দেখে ফুটবল প্রশিক্ষক দীপেন স্যারের কাছে ছেলেকে নিয়ে আসেন। সেই থেকে শুরু ফুটবলকে নিয়ে জোরালো অনুশীলন। মাঠে দ্রুততার সঙ্গে বল নিয়ে দৌড়ে যাওয়া, প্রতিপক্ষ কে বোকা বানিয়ে বল গোলে ঢুকিয়ে দেওয়া দেখে অনেকেই মনে করেছিলেন এই ছেলে একদিন নাম করবে।
দ্বীপের মতো ছাত্রকে নিয়ে আশাবাদী ছিলেন কোচ । দত্তপুকুর থেকে সোজা মুম্বাই এর হয়ে এখন মাঠে দক্ষতা দেখানোর লক্ষ্যে এগিয়ে চলেছেন ফুটবলার দ্বীপ। মুম্বাই থেকে ডাক আসছে ছেলের সাফল্যে উচ্ছ্বসিত দ্বীপের মা। মুম্বাইয়ের মাঠে দত্তপুকুর এর রোনাল্ডো কেমন দক্ষতা দেখাতে পারে এখন তার দিকে তাকিয়ে দত্তপুকুরবাসী সহ গোটা বাংলা।
রুদ্র নারায়ণ রায়