বাদ যায়নি উত্তর ২৪ পরগনা জেলার হাবরা, অশোকনগর বিধানসভা কেন্দ্রও। হাবড়া এলাকার মোট ১৭ টি পূজো কমিটি অংশগ্রহণ করে এই কার্নিভালে পাশাপাশি দেখা যায় অশোকনগর বিধানসভা কেন্দ্রে মোট ২৫টি পুজো কমিটিকে নিয়ে কার্নিভাল অনুষ্ঠিত হতে। তার মধ্যে রয়েছে অশোকনগর কল্যাণগড় পৌরসভার ২১ টি পুজো কমিটি ও অশোকনগর গ্রামীণ এলাকায় চারটি পুজো কমিটি।
advertisement
আরও পড়ুনঃ ইছামতিতে নৌকায় চলল প্রতিমা নিরঞ্জন! দেখতে ভিড় অগণিত মানুষের
বিভিন্ন পূজো উদ্যোক্তারা এই কার্নিভালে বিভিন্ন ধরনের অনুষ্ঠান উপস্থাপিত করেন। বহুরূপীর পাশাপাশি সাঁওতাল আদিবাসী নৃত্য থেকে শুরু করে রাজস্থানী নাচও পরিবেষিত হয় এই কার্নিভাল অনুষ্ঠানে। মূল মঞ্চে উপস্থিত ছিলেন অশোকনগরের বিধায়ক নারায়ন গোস্বামী সহ টলিউড অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি স্থানীয় কাউন্সিলররা। দীর্ঘদিন পরে এ ধরনের বিভিন্ন ক্লাবের বিসর্জনের শোভাযাত্রা দেখতে রাস্তার পাশে ভিড় জমান অগণিত সাধারণ মানুষ। কোনও রকমভাবে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী।
আরও পড়ুনঃ সোনার এই মন্দির দেখতে শেষ লগ্নেও ভিড় মধ্যমগ্রামে!
সাময়িকভাবে যান নিয়ন্ত্রণ করা হলেও পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। প্রতিটি ক্লাবকে ৩ মিনিট সময় দেওয়া হয় তাদের অনুষ্ঠান উপস্থাপিত করার জন্য মূল মঞ্চের সামনে। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল নহবত, আগুন নৃত্য, মহিলা ঢাকি, ব্যালেন্সের খেলা সহ নানা অনুষ্ঠান। বিভিন্ন ক্লাবের পুজো উদ্যোক্তাদের নানান বৈশিষ্ট্য তুলে ধরতেও দেখা যায় অশোকনগরের এই দুর্গা পূজো কার্নিভালে। বিধায়কের তরফ থেকে জানানো হয় এরপর থেকে প্রতিবছরই অনুষ্ঠিত হবে এই পুজো কার্নিভাল। পুলিশ প্রশাসনের ভূমিকাও এদিন ছিল প্রশংসনীয়।
Rudra Narayan Roy