North 24 Parganas Durga Puja 2022 II সোনার এই মন্দির দেখতে শেষ লগ্নেও ভিড় মধ্যমগ্রামে!

Last Updated:

পুজো শেষের লগ্নেও সোনার মন্দির দেখতে ভিড় জমছে মধ্যমগ্রাম উদয়রাজপুরে। আর তাই আজও ভিড় সামাল দিতে তৈরি দক্ষিণ পাড়া সার্বজনীন দুর্গোৎসব। ৭০ তম বর্ষে শ্রীপুরম লক্ষ্মী-নারায়ন গোল্ডেন টেম্পেল কেই যেন তুলে আনা হয়েছে হুবহু।

সোনালী মন্দির
সোনালী মন্দির
#উত্তর ২৪ পরগনা : পুজো শেষের লগ্নেও সোনার মন্দির দেখতে ভিড় জমছে মধ্যমগ্রাম উদয়রাজপুরে। আর তাই আজও ভিড় সামাল দিতে তৈরি দক্ষিণ পাড়া সার্বজনীন দুর্গোৎসব। ৭০ তম বর্ষে শ্রীপুরম লক্ষ্মী-নারায়ন গোল্ডেন টেম্পেল কেই যেন তুলে আনা হয়েছে হুবহু। এবার তাদের বাজেট ছিল ২৫ লক্ষ্য টাকা। ইতিমধ্যেই বেশ কয়েকটি পুরষ্কার ছিনিয়ে নিয়েছে এই পুজো। সোনার মন্ডপ দেখতে প্রতিদিন ভিড় জমছে অগণিত দর্শকের। নবমীর রাতেও দেখা গেল দর্শকদের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে উদ্যোক্তাদের। আলোকসজ্জার পাশাপাশি মন্ডপ ও প্রতিমা মিলে চারিদিক সোনালী রঙে রাঙিয়ে দেওয়া হয়েছে।
দক্ষিণ ভারতের ভেলোর থেকে ২০ কিলোমিটার দূরে শ্রীপুরম গোল্ডেন টেম্পেলের অনুকরনে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্ডপ। যা তৈরি করতে দীর্ঘ আড়াইমাস সময় লেগেছে বলেই জানা গেল উদ্যোক্তাদের তরফ থেকে। মন্ডপটি পুরোটাই ফাইবার দিয়েই তৈরি করা হয়েছে। মন্ডপে প্রবেশ করার পর কিছুসময়ের জন্য মনে হবে সত্যিকারের কোন দক্ষিণ ভারতের সোনালী মন্দিরে ঘুরতে এসেছেন।
advertisement
আরও পড়ুনঃ অশোকনগরের বনেদি বাড়ির পুজো গুলির মধ্যে অন্যতম সাহা বাড়ি
সরকারি অনুদান ৬০ হাজার টাকাও পেয়েছে পুজো কমিটি, একই সাথে সরকারি সবরকম নির্দেশ মেনেই মন্ডপ চত্ত্বরে কোভিড ও ডেঙ্গু সচেতনা প্রচার করা হচ্ছে। সব মিলিয়ে দর্শনার্থীদের জন্য সুন্দর প্যান্ডেল উপহার দিয়েছে দক্ষিণপাড়া সার্ব্বজনিন দুর্গোৎসব কমিটি বলেই মনে করছেন দর্শনার্থীরা। না দেখে থাকলে, আজও সুযোগ আছে এই মন্দির দর্শনের। দর্শকদের ভিড় সামাল দিতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে আজও। সন্ধ্যে নামতেই উপচে পড়ছে ভিড়। পাশাপাশি, মন্দিরের ছবি সকলেই ফ্রেম বন্দি করে রাখতে চাইছেন।
advertisement
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas Durga Puja 2022 II সোনার এই মন্দির দেখতে শেষ লগ্নেও ভিড় মধ্যমগ্রামে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement