North 24 Parganas Durga Puja 2022 II অশোকনগরের বনেদি বাড়ির পুজো গুলির মধ্যে অন্যতম সাহা বাড়ি

Last Updated:

অশোকনগরের বনেদি বাড়ির পুজো গুলির মধ্যে অন্যতম সাহা বাড়ির পুজো। অশোকনগর স্পোর্টিং ইউনিয়ন কালোবাড়ি এলাকায় বাড়ির পুজো বলতে একমাত্র এই সাহা বাড়িতেই হয়। এবছর এই পুজোর ৯৭ বছর।

+
সাহা

সাহা বাড়ি দুর্গাপুজো

#উত্তর ২৪ পরগনা : অশোকনগরের বনেদি বাড়ির পুজো গুলির মধ্যে অন্যতম সাহা বাড়ির পুজো। অশোকনগর স্পোর্টিং ইউনিয়ন কালোবাড়ি এলাকায় বাড়ির পুজো বলতে একমাত্র এই সাহা বাড়িতেই হয়। এবছর এই পুজোর ৯৭ বছর। অতীতে সুদূর বাংলাদেশে প্রথম সূচনা হয় এই পুজোর সেই সময়ে জাঁকজমকভাবেই শুরু হয়েছিল শাহাবাড়ির ঐতিহ্যবাহী এই পুজো। তবে দেশভাগের পর পরিবারের সদস্যরা এপার বাংলায় চলে আসলে, ওই পূজোর স্থানের মাটি নিয়ে আসেন সঙ্গে করে এবং সেই মাটি রেখেই সেখানে মন্দির স্থাপন করে চালু হয় দুর্গাপুজো। এই দুর্গাপুজোয় পুরোটাই হয় কৃষ্ণ মতে।
দুর্গার বিশেষত্ব বলতে যেখানে আর দশ জায়গায় প্রতিমার ডানদিকে থাকে গণেশ এবং বাম দিকে থাকে কার্তিক সেই জায়গায় এই বাড়ির দুর্গা পুজোয় দেখা যায় উল্টো প্রতিমা। দেবীর ডান দিকে রয়েছেন কার্তিক এবং বাম দিকে রয়েছে গণেশ। যদিও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রথম যখন পুজো চালু হয় তখনই নাকি মূর্তি গড়ার সময় এই অদল বদল হয়েছিল। তারপর থেকেই সেই রীতিমেনে সাহাবাড়ির পূজোয় এই বিশেষ প্রতিমা তৈরি করেই হয় পূজো।
advertisement
আরও পড়ুনঃ রাজ্যে প্রথম সিলিকনের দুর্গা! প্রতিমা দেখতে ভিড়
ঠাকুর দালানের প্রতিবছর আস্তে আস্তে প্রতিমা গড়ে ওঠে পরে রঙের প্রলেপ। পুজোর ক'দিন সমস্ত আত্মীয়-স্বজনই ভিড় করেন এই সাহা বাড়িতে। পুজোর প্রসাদ হিসেবে লুচি পায়েস খাওয়ানো হয় আগত ভক্তদের। তবে প্রসাদের পাশাপাশি খাওয়ারও আলাদা বন্দোবস্ত থাকে এবং তা পুরোটাই সামাল দেন বাড়ির মহিলারা। ফলে সেভাবে বাইরের বারোয়ারি ঠাকুর দেখতে যাওয়া হয়না বলেই জানালেন পরিবারের মহিলা সদস্যরা। সব মিলিয়ে সাহাবাড়ির পূজোকে ঘিরে মেতে থাকেন এলাকাবাসীরাও।
advertisement
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas Durga Puja 2022 II অশোকনগরের বনেদি বাড়ির পুজো গুলির মধ্যে অন্যতম সাহা বাড়ি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement