North 24 Parganas Durga Puja 2022 II ইছামতিতে নৌকায় চলল প্রতিমা নিরঞ্জন! দেখতে ভিড় অগণিত মানুষের

Last Updated:

টাকির ইছামতী নদীতে চললো প্রতিমা নিরঞ্জন। ওপারে বাংলাদেশ এপারে ভারত। প্রচুর মানুষ নৌকায় করে দেবীর কৈলাশ যাওয়ার দৃশ্য ফ্রেম বন্দি করলেন। পুবের বাড়ির ঠাকুর প্রথম ভাসান দেওয়া হয়।

+
নৌকায়

নৌকায় ভেসে মা দুর্গা

#উত্তর ২৪ পরগনা : টাকির ইছামতী নদীতে চললো প্রতিমা নিরঞ্জন। ওপারে বাংলাদেশ এপারে ভারত। প্রচুর মানুষ নৌকায় করে দেবীর কৈলাশ যাওয়ার দৃশ্য ফ্রেম বন্দি করলেন। পুবের বাড়ির ঠাকুর প্রথম ভাসান দেওয়া হয়। তারপর থেকেই একে একে এলাকার বিভিন্ন প্রতিমা নৌকায় উঠে নদী বক্ষে প্রদক্ষিণ করে ভাসিয়ে দেওয়া হয় ইছামতীতে। তবে আগে দুই বাংলার মিলন উৎসব হলেও, বর্তমানে ২০১১ থেকে তা বন্ধ রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। জানা যায়, সেই সময়ের মিলন উৎসবে প্রায় ২৮০ জন বাংলাদেশি ভারতে বিনা অনুমতিতে ঢুকে পড়েন।
যদিও পরবর্তীতে তারা আর ফেরত যাননি বলেই জানা যায় প্রশাসন সূত্রে। আর তার পর থেকেই মিলন উৎসবে বন্ধ দুই পারের জল সীমান্ত অতিক্রম করা। এদিনও সীমান্ত রক্ষী বাহিনীর করা নজরদারির মধেই চলে এই প্রতিমা নিরঞ্জন। একে একে নৌকায় করে প্রতিমা ভেসে বেড়াতে দেখা যায় ইছামতির নদী বক্ষে। পারে দাড়িয়ে প্রচুর মানুষ সেই দৃশ্য উপভোগ করলেন চুটিয়ে। পুলিশ প্রশাসনও রাজবাড়ী ঘাট এলাকায় করা নজরদারির বন্দোবস্ত রেখেছিল।
advertisement
advertisement
দর্শনারথীদের কাউকেই ইছামতির জলে নামতে দেওয়া হয়নি। তবে বেশ কিছু মানুষ নৌকা ভাড়া করে নদী বক্ষে নৌকায় বসে উপভোগ করলেন সেই দৃশ্য। বিকেলের দিকে প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে, বৃষ্টি নামলেও, মাঝে বৃষ্টিকে উপেক্ষা করেই চলে ইছামতির বুকে প্রতিমা নিরঞ্জন। নদীর বুকে বিষে বাড়াতে দেখা যায় প্রায় ৮০ উপর নৌকাকে। আর নদীর পারেই দেখাযায় মহিলাদের সিঁদুর খেলায় মেতে উঠতে। দর্শনা দিদির ভিড় ছিল চোখে পড়ার মতন।
advertisement
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas Durga Puja 2022 II ইছামতিতে নৌকায় চলল প্রতিমা নিরঞ্জন! দেখতে ভিড় অগণিত মানুষের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
  • উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি

  • দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

  • মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement