গ্রীষ্মের দাবদহে এমনিতেই পানিহাটি সহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের সমস্যা। আর এই পরিস্থিতিতে পুলের জন্য পানীয় জলের ব্যবহার করলে, গোটা খড়দহ অঞ্চলে দেখা দিতে পারে পানীয় জলের হাহাকার। সেই কারণেই পুল কতৃপক্ষ কে চিঠি দিয়েছে খড়দহ জল বিভাগের পৌর পারিষদ শান্তনু ভট্টাচার্য। অন্যদিকে, খড়দহ পৌরসভার উপ পৌর প্রধান সায়ন মজুমদার অবশ্য জানান, অতীতে যে ভাবে কলেজ স্কোয়ারে সাঁতার প্রশিক্ষণে দুর্ঘটনা ঘটেছে তার থেকে শিক্ষা নিয়ে বাচ্চাদের ভবিষ্যত এর কথা চিন্তা করে পৌরসভার পক্ষ থেকে সব অনুমতির কাগজপত্র চাওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ কলকাতা থেকেই মক্কার উদ্দেশ্যে রওনা হজযাত্রীদের
এবং পৌরসভার পানীয় জল পুলের জন্য ব্যবহার করতে বারণ করা হয়েছে। পাশাপাশি, পৌরসভার পক্ষ থেকে প্রশাসনিক সব দফতরে লিখিত অভিযোগ জানানো হয়েছে এরপরও পুল কতৃপক্ষ কাগজ না দেখালে পৌরসভা আইনিব্যবস্থা নেওয়া হবে। যদিও সূর্যসেন সুইমিং পুলের সম্পাদক নারায়ণ দত্ত পুলের জন্য আলাদা জলের ব্যবস্থা নেই একথা স্বীকার করলেও পুরো ঘটনার জন্য পৌরসভার দিকে অভিযোগের আঙুল তুলে আলোচনায় বসার আবেদন জানিয়েছেন।
আরও পড়ুনঃ দীর্ঘদিন ধরে ভাঙা বামনগাছির গুরুত্বপূর্ণ রাস্তার মাঝের কালভার্ট
তবে বিষয়টি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা দাবি তুলছেন পানীয় জল তুলে ব্যবহার অবিলম্বে বন্ধ করতে হবে। ইতিমধ্যেই বেশ কিছু মানুষের দাবি এলাকায় জলের স্তর অনেকটাই কমে গিয়েছে। পরবর্তী কি সিদ্ধান্ত নেওয়া হয় এখন সে দিকেই তাকিয়ে সকলে।
Rudra Narayan Roy