তবে এবারের পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই তার একের পর এক কর্মকাণ্ডে অবাক করে চলেছেন নারায়ণ গোস্বামী। এর আগে মনোনয়ন পেশের সময় নিজের গাড়িতে করে বিরোধীদের বিডিও অফিসে নিয়ে গিয়ে মনোনয়ন জমা করানোর প্রস্তাব দেন। মনোনয়ন জমা দিতে আসা বিরোধী প্রার্থীদের হাতে তুলে দেন গোলাপ ফুল। এবার সটান গিয়ে হাজির হলেন সিপিএম প্রার্থীর বাড়িতে। তাঁর এই পদক্ষেপ ইতিমধ্যে উত্তর ২৪ পরগনার রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে।
advertisement
আরও পড়ুন: বকরি ইদের আগে আঁটোসাঁটো নিরাপত্তা
সিপিএমের জেলা পরিষদ প্রার্থী চন্দন কুমার ঘোষের বাড়িতে গিয়ে নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর দিয়ে আসেন নারায়ণ গোস্বামী। জানান নির্বাচন পর্বে কোনও সময় কোনরকম সমস্যা বা হুমকির মুখে পড়লে সরাসরি যেন তাঁকে ফোন করেন, তিনি বিষয়টা দেখে নেবেন। তবে শুধু সিপিএম প্রার্থী নয়, বিজেপির জেলা পরিষদ প্রার্থী সোমনাথ দাসের বাড়িতেও ফুল-মিষ্টি নিয়ে হাজির হন নারায়ণ গোস্বামী। সোমনাথ দাস ফুল গ্রহণ করলেও তৃণমূল প্রার্থীর কাছ থেকে মিষ্টি নিতে অস্বীকার করেন।কারণ হিসাবে জানান, তাঁর বাড়িতে একসময় তৃণমূলের পক্ষ থেকে আক্রমণ করা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি কিছুটা বদলালেও এখনও বিরোধীদের উপর আক্রমণ বন্ধ হয়নি। তাই তিনি মিষ্টি নেবেন না।
পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে যখন শাসক দল তৃণমূলের সঙ্গে বিরোধীদের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে, একে অপরের উপর আক্রমণটাই যখন পরিচিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে ঠিক সেই সময় নারায়ণ গোস্বামীর এই সৌজনের রাজনীতি নজর কেড়েছে অনেকের। সাধারণ মানুষ এই পদক্ষেপের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছে।
রুদ্রনারায়ণ রায়





