Eid ul Adha 2023: বকরি ইদের আগে আঁটোসাঁটো নিরাপত্তা

Last Updated:

ইদুজ্জোহা বা বকরি ইদ আর মাত্র এক সপ্তাহ বাকি। পঞ্চায়েত নির্বাচনের প্রচার পর্বের মধ্যেই এবার সংখ্যালঘু সম্প্রদায়ের এই বিশেষ উৎসবের দিনটি পড়ায় নিরাপত্তা নিয়ে অতিরিক্ত তৎপর পুলিশ। পুরুলিয়ায় বিষয়টি নিয়ে বৈঠকে বসলেন পুলিশকর্তারা

+
title=

পুরুলিয়া: পাক্কা আর একটা সপ্তাহের অপেক্ষা। তারপরই ইদুজ্জোহা বা বকরি ইদ। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কাছে অন্যতম বড় উৎসব। এই দিন ঈশ্বরের নামে শপথ করে নানান পশু কুরবানি দেওয়া হয়। সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলির পাশাপাশি পুরুলিয়াতেও সাড়ম্বরের সাথে পালিত হয় বকরি ইদ। এবারে পঞ্চায়েত নির্বাচনের প্রচার চলার মধ্যেই পড়েছে ইদুজ্জোহা। সেই অনুষ্ঠান যাতে ভালোভাবে সম্পন্ন করা যায় তার জন্য মফস্বল থানার ক্ষণিকা পুলিশ আবাসনে একটি বৈঠকের আয়োজন করা হয়। জেলার বহু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদ ও পুলিশ প্রশাসনকে একত্রিত করে এই বৈঠকের আয়োজন করা হয়।
বকরি ইদ উপলক্ষে এই প্রস্তুতি সম্পর্কে পুরুলিয়া জেলা পুলিশের ডিএসপি ডিএনটি আশিষ রায় বলেন, বকরি ইদ উপলক্ষে যাতে শান্তি ও সম্প্রীতি বজায় থাকে সেই কারণে এই আলোচনা সভা আয়োজিত হয়েছিল। এখানে বিভিন্ন মসজিদের ইমাম ও মৌলবীরা হাজির ছিলেন। প্রতিবছরই ইদের আগে এই ধরনের বৈঠক করা হয় বলে তিনি জানান।
advertisement
advertisement
বকরি ইদ উপলক্ষে সকলেই যাতে ভালোভাবে উৎসবে অংশ নিতে পারেন এবং কোথাও কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আগে থেকেই তৎপর পুরুলিয়া জেলা পুলিশ। ইদের এক সপ্তাহ আগে তাদের এই তৎপরতা সেই কথাই বুঝিয়ে দিল।
শমিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Eid ul Adha 2023: বকরি ইদের আগে আঁটোসাঁটো নিরাপত্তা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement