আরও পড়ুন: ৫ বার শিলান্যাস হয়েও তৈরি হয়নি রাস্তা! ২০ বছর ধরে নরক যন্ত্রণা ভোগ
২০১২ সালে শুরু হয় এই সেতু তৈরির কাজ। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় জমি সমস্যা। জমিজটে আটকে যায় সেতু ও সংলগ্ন রাস্তা নির্মাণের কাজ। এর ফলে প্রচন্ড সমস্যায় পড়তে হচ্ছে এলাকার মানুষকে। নদী পারাপার করে আসা-যাওয়া করতে লেগে যাচ্ছে অনেকটা সময়। এই অবস্থায় দ্রুত বাকি কাজ শেষ করে সেতুটি খুলে দেওয়ার দাবি জানিয়েছে এলাকার মানুষ।
advertisement
বাদুড়িয়ার লক্ষ্মীনাথপুরে ইছামতীর উপর তৈরি এই সেতুটি চালু হলে এলাকার হাজার হাজার মানুষ যেমন উপকৃত হবেন, তেমনই যানজটের সমস্যা থেকে মুক্তি পাবে বসিরহাট শহর। শতশত পণ্যবোঝাই ট্রাক বাদুড়িয়া হয়ে অনেক কম সময়ে পৌঁছে যেতে পারবে ঘোজাডাঙা সীমান্তে। বর্তমানে ট্রাকগুলিকে বসিরহাট হয়ে ঘোজাডাঙায় যেতে হয় বলে বসিরহাটের রাস্তায় যানজট নিত্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। সবমিলিয়ে ইছামতীর উপর এই সেতুর জন্য বহুদিন ধরে প্রতীক্ষা করছে এলাকার মানুষ।
জুলফিকার মোল্লা