South 24 Parganas News: ৫ বার শিলান্যাস হয়েও তৈরি হয়নি রাস্তা! ২০ বছর ধরে নরক যন্ত্রণা ভোগ

Last Updated:

বারুইপুরের রামনগর-২ পঞ্চায়েতের বাসিন্দাদের। এখানকার চোঙ বাদামতলা থেকে উত্তরভাগ যাওয়ার রাস্তায় দীর্ঘ কুড়ি বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে।

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: দীর্ঘ ২০ বছর ধরে মাটির রাস্তা দিয়েই যাতায়াত গ্রামবাসীদের। অথচ এরমধ্যে পাঁচবার রাস্তা সংস্কারের জন্য শিলান্যাস হয়েছে। তবে ওই পর্যন্তই। শিলা পোঁতা হলেও কাজের কাজ কিছু হয়নি। আর তাই ক্ষুব্ধ গ্রামবাসীরা পঞ্চায়েত ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন। বারুইপুরের রামনগরের ঘটনা।
দক্ষিণ ২৪ পরগনার বহু গ্রামের রাস্তার হাল খারাপ। কিন্তু কাঁচা রাস্তা পাকা করার জন্য পাঁচ পাঁচবার শিলান্যাস হলেও কাজ না হওয়ার এমন নজির আর একটাও আছে কিনা তা বলা মুশকিল। বলতে গেলে কপালটাই খারাপ বারুইপুরের রামনগর-২ পঞ্চায়েতের বাসিন্দাদের। এখানকার চোঙ বাদামতলা থেকে উত্তরভাগ যাওয়ার রাস্তায় দীর্ঘ কুড়ি বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন এই কাঁচা রাস্তার উপর দিয়ে চলাচল করতে হওয়ায় ক্ষুব্ধ গ্রামের মানুষ। তাঁরা আর ধৈর্য ধরতে রাজি নন।
advertisement
advertisement
চোঙ বাদামতলা থেকে উত্তরভাগ যাওয়ার মাটির রাস্তা ৫ কিলোমিটার দীর্ঘ। এই রাস্তা ধরেই প্রতিদিন গাবতলা, পদ্মজোলা, বাগদিপাড়া, কেওড়াপাড়া, মদনপুর সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করেন। বর্ষায় মাটির রাস্তা কর্দমাক্ত হয়ে এমন পরিস্থিতি হয় যে সেখান দিয়ে হাঁটা যায় না। এই পরিস্থিতিতে দ্রুত পাকা রাস্তা তৈরি না হলে পঞ্চায়েত নির্বাচনে তাঁরা ভোট বয়কট করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা।
advertisement
এই প্রসঙ্গে রামনগর-২ পঞ্চায়েতের প্রধান সুব্রত সর্দার বলেন, ৬ কোটির বেশি টাকা এই রাস্তার কাজের জন্য অনুমোদন হয়েছে। কয়েকদিনের মধ্যেই কাজ শুরু হবে। কিন্তু এই আশ্বাসে ভরসা রাখতে পারছেন না গ্রামবাসীরা। কারণ তাঁদের অতীত অভিজ্ঞতা ভাল নয়। এর আগে কমপক্ষে পাঁচবার নতুন করে এই রাস্তা তৈরির কথা বলা হলেও কাজের কাজ হয়নি।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ৫ বার শিলান্যাস হয়েও তৈরি হয়নি রাস্তা! ২০ বছর ধরে নরক যন্ত্রণা ভোগ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement