TRENDING:

North 24 Parganas News: ভয়াবহ রক্ত সঙ্কট! ডোনার আনলে তবেই বসিরহাট হাসপাতালে ব্লাড পাচ্ছেন রোগী

Last Updated:

রোগীর পরিজনরা ডোনার এনে দিলে একমাত্র তবেই মিলছে রক্ত। বসিরহাট জেলা হাসপাতালে মজুত রক্তের ভাঁড়ার কার্যত শূন্যে এসে ঠেকেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: গরমের দাপট শুরু হতেই রক্ত সঙ্কটে ভুগতে শুরু করেছে বসিরহাট জেলা হাসপাতাল। রোগীর পরিজনরা ডোনার এনে দিলে একমাত্র তবেই মিলছে রক্ত। বসিরহাট জেলা হাসপাতালে মজুত রক্তের ভাঁড়ার কার্যত শূন্যে এসে ঠেকেছে।
advertisement

গরমের সময় প্রতিবছর‌ই রক্তের সঙ্কট দেখা দেয়। কারণ চরম আবহাওয়ার জন্য এই সময় বিশেষ একটা রক্তদান শিবির আয়োজিত হয় না। কিন্তু এই বছর যেন একটু আগে থেকেই রক্তের সঙ্কট প্রবল হয়ে উঠতে শুরু করেছে বিভিন্ন হাসপাতালে। বসিরহাট জেলা হাসপাতালের উপর অসংখ্য মানুষ নির্ভর করেন। উত্তর ২৪ পরগনার সুন্দরবন এলাকার ১০টি ব্লক ও তিন পুরসভা মিলিয়ে প্রায় ৩৫ লক্ষ মানুষের চিকিৎসার জন্য প্রধান ভরসা এই হাসপাতাল। কিন্তু সেখানেই রক্তের সঙ্কট এমন ভয়াবহ আকার ধারণ করায় গভীর দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন রোগীর পরিজনরা।

advertisement

আরও পড়ুন: আদিবাসীদের সরহুল উৎসবে গণবিবাহের আসর

তাঁদের এই রক্তের সঙ্কটে কথা কার্যত স্বীকার করে নিয়েছেন বসিরহাট স্বাস্থ্য জেলার ব্লাড ব্যাংক ইনচার্জ বিজয়া ভট্টাচার্য। তিনি বলেন, একে তাপপ্রবাহ চলছে। তার উপর রমজান মাস ও চড়ক সন্ন্যাসী হওয়ার ফলে রক্তদানের পরিমাণ আরও কমে গিয়েছে। এই কারণেই রক্তের অভাব ঘটছে। তিনি সমস্ত মানুষকে রক্তদানের জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

advertisement

View More

যদিও এই রক্ত সঙ্কট মেটাতে উদ্যোগী হয়েছেন বসিরহাটের সমাজকর্মী ছন্দক বাইন ও ছাত্র অর্কজ্যোতি হাজরা। তাঁরা হাসপাতালে আগত রোগীর আত্মীয় থেকে শুরু করে পথ চলতি মানুষকে রক্তদান সম্পর্কে ওয়াকিবহাল করেছেন যাতে মানুষ আর‌ও বেশি করে রক্ত দিতে উদ্যোগী হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জুলফিকার মোল্লা

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ভয়াবহ রক্ত সঙ্কট! ডোনার আনলে তবেই বসিরহাট হাসপাতালে ব্লাড পাচ্ছেন রোগী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল