উচ্চশিক্ষিত MA পাস ফেরিওয়ালা

স্বপ্ন ছিল পড়াশুনা শিখে বড় হয়ে,ভাল একটা চাকরি করে পরিবারের হাল ধরার 

আদম্য জেদ ও ইচ্ছা শক্তিকে পাথেয় করে লড়াই চালিয়ে রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাস করেছিলেন

সেই ছাত্র আজ স্বপ্নের ফেরিওয়ালা হয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন

বাড়ি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে

তিনি আবার ক্যারেটেতে ব্ল্যাক বেল্টও

সমস্ত শংসাপত্র বাড়িতে এক কোণে ফেলে রেখে গ্রামের পর গ্রাম ছুটে বেড়াচ্ছেন দুয়ারে ফেরিওয়ালা হয়ে

রাজকুমারের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে ফেরিওয়ালা পেশা মানানসই নয়

জীবন সংগ্রামে বেঁচে থাকতে তাকে বাধ্য হয়ে ফেরিওয়ালা হয়ে কাজ করতে হচ্ছে

কারণ একটাই বাড়ির আর্থিক পরিস্থিতি খুবই খারাপ

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন