প্রতারিত গ্রাহকের অ্যাকাউন্টটি চেন্নাইয়ের বলে জানা যায়। কিন্তু, সেই টাকা সরানো হয়েছে বাগুইআটির ওই বেসরকারি ব্যাংকের শাখা থেকে। তদন্তে নেমে পুলিশ ওই ব্যাঙ্কের এক অফিসার-সহ তিন জনকে গ্রেফতার করে। পরে ওই অফিসার এবং তাঁর এক সঙ্গীর বিরুদ্ধে চার্জশিটও পেশ করা হয়। বিশেষ গাণিতিক সূত্র ব্যবহার করেই দুর্নীতির রহস্য ভেদ হয় বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ বন্ধ ৯২ নম্বর রুটের বাস! ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা
পুলিশি সূত্রের খবর, ওই ব্যাঙ্ক অফিসার মোবাইলের সিম জালিয়াতি করে সংশ্লিষ্ট গ্রাহকের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর এবং ই-মেল বদলে দেন। ওই গ্রাহকের নামে একটি ডেবিট কার্ড বার করে তা নিজের কাছে রাখেন। তার পরে সেগুলির সাহায্যেই টাকা সরিয়ে ফেলেন তিনটি ভুয়ো অ্যাকাউন্টে।
আরও পড়ুনঃ মিলছে না পর্যাপ্ত মাটির জোগান, সমস্যায় চারি শিল্পীরা
ভুয়ো অ্যাকাউন্টটি তৈরি করে দিয়েছিলেন ওই ব্যাঙ্ক অফিসারের অপর এক সঙ্গী। যিনি কোনও ব্যাঙ্কের সঙ্গেই যুক্ত নন বলে তদন্তে উঠে আসে। দীর্ঘদিন মামলা চলার পর দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করলো বারাসত আদালত।
Rudra Narayan Roy