North 24 Parganas: বন্ধ ৯২ নম্বর রুটের বাস! ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা

Last Updated:

বনগাঁ শহরে বন্ধ ৯২ নম্বর রুটের বাস চলাচল। গত কয়েকদিন ধরে চলা এই সমস্যায় ভোগান্তির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষদের।

+
বন্ধ

বন্ধ বাস পরিষেবা

#উত্তর ২৪ পরগনা : বনগাঁ শহরে বন্ধ ৯২ নম্বর রুটের বাস চলাচল। গত কয়েকদিন ধরে চলা এই সমস্যায় ভোগান্তির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষদের। স্থানীয় সূত্রে জানা যায়, একুশে জুলাই শহীদ দিবসে বাস পাঠানোর জেরে বসিয়ে দেওয়া হয়েছে একটি বাস কে। এমনটাই অভিযোগ এনে বাস চলাচল বন্ধ রেখে প্রশাসনের দ্বারস্থ হয় সকল বাস শ্রমিক সংগঠনের কর্মীরা। বনগাঁ ৯২ এ বাস সংগঠনের শ্রমিকদের অভিযোগ একুশে জুলাইয়ে বাস পাঠানোর জেরেই ওই বাসটিকে বসিয়ে দিয়েছে বাস মালিক সমিতি। ফলে কর্মহীন হয়ে পড়েছেন সাত-আটজন বাস শ্রমিক। তাদের রুটি রুজি ছিল এই বাস এর উপরই নির্ভরশীল। তাই স্বাভাবিকভাবেই কাজ বন্ধ হয়ে যাওয়ায় রুটি রুজি বন্ধ হয়ে গিয়েছে তাদের।
 
 
advertisement
অবিলম্বে বসিয়ে দেওয়া বাসটি যাতে পুনরায় চলতে দেওয়া হয় সেই দাবি নিয়ে প্রশাসন দলীয় নেতৃত্বের দ্বারস্থ হন বাস শ্রমিক সংগঠনের শ্রমিকরা। এদিন বনগাঁ বাগদা রোডে বাস পরিষেবা বন্ধ রেখে মতিগঞ্জ ইছামতি বাস টার্মিনালে বিক্ষোভ দেখান। তারপর বনগাঁ থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়।
advertisement
 
এর পাশাপাশি বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি গোপাল শেঠ এবং এআরটিওর কাছে একটি স্মারকলিপীও জমা দেন। বাস মালিক সমিতির পক্ষ থেকে শ্রমিকদের অভিযোগ অস্বীকার করা হয়েছে। মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, একুশে জুলাই নয়, কুড়ি জুলাই সারাদিন ওই বাসটি রুটে চললেও শেষ ট্রিপের পর বাসটি না যাওয়ায় শাস্তি স্বরূপ সাসপেন্ড করা হয়েছে।
advertisement
 
বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি গোপাল শেঠ বলেন, একটি বাসের রুটে চলাচল বন্ধ করা হয়েছে এই অভিযোগ আমার কাছে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কবে নিত্যযাত্রীদের এই ভোগান্তি থেকে মুক্তি মিলবে! কবেই বা পুনরায় চলবে ৯২ নম্বর রুটের বাস এখন সেটাই দেখার।
advertisement
 
 
 
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: বন্ধ ৯২ নম্বর রুটের বাস! ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা
Next Article
advertisement
মৃত্যুর আগে লাস ভেগাস থেকে কী পোস্ট করেছিলেন অনুনয় সুদ? লিখেছিলেন, 'এখনও বিশ্বাস হচ্ছে না...'
মৃত্যুর আগে লাস ভেগাস থেকে কী পোস্ট করেছিলেন অনুনয় সুদ? লিখেছিলেন,'এখনও বিশ্বাস হচ্ছে না’
  • মৃত্যুর আগে লাস ভেগাস থেকে কী পোস্ট করেছিলেন অনুনয় সুদ?

  • লিখেছিলেন, 'এখনও বিশ্বাস হচ্ছে না...'

  • অনুনয় সুদের শেষ পোস্ট দেখে নিন

VIEW MORE
advertisement
advertisement