TRENDING:

North 24 Parganas News: অশোকনগরের মিষ্টি মহল তৈরি করল ব্যালট মিষ্টি! ব্যালট খেয়ে দেখতে পারেন আপনিও

Last Updated:

অশোকনগরের মিষ্টি মহল তৈরি করল ব্যালট মিষ্টি, ব্যালট খেয়ে দেখতে পারেন আপনিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: এখন আপনিও চাইলে খেয়ে টেস্ট করে দেখতে পারবেন কেমন খেতে ভোটের ব্যালট?  ভাবছেন এ আবার কেমন কথা! তবে শুনুন, সুস্বাদু এই ব্যালট খেতে অবশ্য আপনার বিন্দুমাত্র কষ্ট হবে না। তবে আপনি যদি সুগারের রোগী হন তাহলে সাবধান। কারণ এই ব্যালট তৈরি হয়েছে কড়া পাকের ক্ষীরের সন্দেশ দিয়ে।
advertisement

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার দৌলতে সকলেই জেনে গিয়েছেন অশোকনগরের মহাদেবের গণনা কেন্দ্রে ব্যালট খাওয়ার ঘটনা। তাকে নিয়েই ইতিমধ্যেই চলছে ট্রোল, মিমের ছড়াছড়ি। তাই এভাবে ব্যালট পেপার খেয়ে নেওয়ার বিষয়টি, এখন মানুষের চর্চার বিষয় হয়ে উঠেছে। আর তাই অশোকনগরের মহাদেবের ব্যালট খাওয়ার ঘটনাকে চিন্তা করে, অশোকনগরেরই প্রসিদ্ধ মিষ্টির দোকান মিষ্টি মহল তৈরি করল ‘ব্যালট পেপার মিষ্টি’।

advertisement

আরও পড়ুন: TMC-তে যোগদান করলেই মিলবে লক্ষ টাকা, উঠল গুরুতর অভিযোগ, যা করলেন BJP প্রার্থীরা

মানুষের মুখে এখন চর্চার বিষয় কিভাবে ব্যালট চিবিয়ে খেলেন মহাদেব তা নিয়ে। তাই সেই চিন্তা-ভাবনা থেকেই অভিনব এই উদ্যোগ নিয়ে মিষ্টির মাধ্যমে ভোটের ব্যালট পেপারের আকারে মিষ্টি বানিয়ে, মানুষের টেস্ট করার সুযোগ করে দিচ্ছে এই মিষ্টির দোকান। মিষ্টির আকার আকৃতিতে দেখতে হুবহু পঞ্চায়েত নির্বাচনে ব্যবহৃত ভোট দেওয়ার ব্যালট পেপারের মতন করা হয়েছে।

advertisement

View More

কড়া পাকের মিষ্টি সন্দেশ বানিয়ে তার উপর তৈরি করা হয়েছে এই ব্যালট মিষ্টি। যা দেখতে ইতিমধ্যেই বহু মানুষ ভিড় জমাচ্ছেন অশোকনগর ৮ নম্বর কালিবাড়ি মোড়ের মিষ্টি মহলে বলেই জানালেন দোকান মালিক সুমন পাল।

প্রসঙ্গত, অশোকনগর ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের ৩১ নম্বর বুথের শাসকদলের তৃণমূল প্রার্থী মহাদেব মাটি পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার দিন অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলে বিরোধী প্রার্থী সিপিআইএম এর রবীন্দ্রনাথ মজুমদার কে জিততে দেখে ব্যালট ছিড়ে খেয়ে নেন বলে অভিযোগ ওঠে। আর সেই ঘটনার কথা সামনে আসতেই গোটা রাজ্য জুড়ে চর্চার বিষয় হয়ে ওঠে এই ব্যালট খাওয়ার বিষয়টি।

advertisement

নির্বাচন কমিশনের তরফেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে ওই কেন্দ্রে আবারও পুনঃনির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার আগেই বলেছেন, এবার পেট ভরে শাসকদলের প্রার্থীকে খাইয়ে তবেই নিয়ে যাবেন গণনা কেন্দ্রে। অপরদিকে, অভিযোগ ওঠা শাসকদলের প্রার্থী মহাদেব মাটি অবশ্য জানিয়েছেন, তিনি খাননি ব্যালট। তা খাওয়াও সম্ভব নয়। প্রয়োজনে পরীক্ষা করে দেখারও পরামর্শ দিয়েছেন তিনি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেও, এখন তিনিই চর্চার বিষয় অশোকনগরে। আর সেই জায়গায় দাঁড়িয়ে অশোকনগরের প্রসিদ্ধ মিষ্টির দোকান মিষ্টি মহল যে ব্যালট পেপার মিষ্টি তৈরি করেছেন, তা রীতিমতো সারা ফেলে দিয়েছে গোটা এলাকায়।

advertisement

আরও পড়ুন: গল্প কাহিনির মতো! ডাকাতদল আশ্রমের মন্দির খুলতেই একী ঘটনা ঘটে গেল, চমকে গেলেন সকলে

এখন অনেকেই এই ব্যালট পেপার মিষ্টি খেয়ে দেখার ইচ্ছা প্রকাশ করছেন। ফলে, চাইলে আপনিও মহাদেবের মতন টেস্ট করে দেখতে পারেন কেমন খেতে হয় এই ব্যালট মিষ্টি।

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষিকাজে বিপ্লব ঘটাতে চাষিদের পাশে দুর্গাপুরের সিএমইআরআই কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা
আরও দেখুন

রুদ্র নারায়ণ রায়

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: অশোকনগরের মিষ্টি মহল তৈরি করল ব্যালট মিষ্টি! ব্যালট খেয়ে দেখতে পারেন আপনিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল