East Medinipur News: TMC-তে যোগদান করলেই মিলবে লক্ষ টাকা, উঠল গুরুতর অভিযোগ, যা করলেন BJP প্রার্থীরা

Last Updated:

East Medinipur News: ভোটে জেতার পরই ভিন রাজ্যে বাড়ি দিল বিজেপি প্রার্থীরা কিন্তু কেন? শুধু ভিন রাজ্যে পাড়ি দেওয়া নয় দলীয় নেতৃত্বেদের বিরুদ্ধে বড়সড় অভিযোগ আনল।

+
ভিনরাজ্যে

ভিনরাজ্যে বিজেপির প্রার্থী 

পাঁশকুড়া: ভোটে জেতার পরই ভিন রাজ্যে পাড়ি দিল বিজেপি প্রার্থীরা৷ কিন্তু কেন? শুধু ভিন রাজ্যে পাড়ি দেওয়া নয় দলীয় নেতৃত্বেদের বিরুদ্ধে বড়সড় অভিযোগ আনল। বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোটের পর বিজেপির বিরুদ্ধেই ওঠে দল ভাঙ্গানোর অভিযোগ। বাধ্য হয়ে অন্যান্য দল তাদের ভিনরাজ্যে পাড়ি দেয়। কিন্তু এবার পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার পর ২২ জন বিজেপির জয়ী প্রার্থী-সহ ২৫ জন ভিনরাজ্যে পাড়ি দিয়েছেন। অভিযোগ দলেরই উপর নেতৃত্ব, শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কাছে টাকার বিনিময়ে ওই জয়ী প্রার্থীদের তৃণমূলের যোগদান করানোর বিষয়ে মধ্যস্থতা করছেন। আর এই অভিযোগ উঠল স্বয়ং তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে। অভিযোগ করল জয়ী প্রার্থীরা।
পঞ্চায়েত ভোট শেষ হলেও দুশ্চিন্তা পিছু ছাড়ছে না বিজেপি প্রার্থীদের। পাঁশকুড়া ব্লকের কেশাপাট গ্রাম পঞ্চায়েত এবং মাইশোরা গ্রাম পঞ্চায়েত জয়লাভ করেছে বিজেপি। আর তারপরেই এবার গুরুতর অভিযোগ পঞ্চায়েতের জয়ী প্রার্থীদের। ভোট গণনা শেষ হতেই তৃণমূলের কাছ থেকে আসছে দলে যোগদান করলেই মিলবে লক্ষ টাকা। আর তার মধ্যস্থতা করছেন বিজেপিরই দলের জেলা সভাপতি তপন ব্যানার্জি, জেলা কোষাধ্যক্ষ জগদীশ প্রামাণিক ও জেলা নেতৃত্বরা। এমনই গুরুতর অভিযোগ করেন বিজেপির জয়ী প্রার্থীরা। এমনকি তৃনমূল কংগ্রেসে যোগদান করলে মিলবে প্রধান ও উপপ্রধানের পদ। অভিযোগের তীর নিজেদের দলের উপর নেতৃত্বের বিরুদ্ধে।
advertisement
advertisement
আরও পড়ুন: জিতেই তৃণমূলে, ২৪ ঘণ্টার মধ্যেই খেলা ঘুরিয়ে দিল সিপিএম! পাঁশকুড়ায় জোর টানাপোড়েন
ওই দুটি গ্রাম পঞ্চায়েতের বিজেপির টিকিটে জয়ী প্রার্থীরা বাধ্য হয়ে তারা নিজেদের দল বাঁচাতে ও আগামীদিনে গ্রাম পঞ্চায়েত গড়ার লক্ষ্যে বাড়ি ছেড়ে ভিন রাজ্যে ঠাঁই নিয়েছেন। কারণ তারা মনে করছেন বাড়ি গেলেই তাদের ওপর জোর দিয়ে তৃনমূলে জোগদান করানো হবে।  তৃনমূল কংগ্রেস ওই দুটি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করবে। তাই দুই গ্রাম পঞ্চায়েতের মোট ২২ জন বিজেপির জেতা প্রার্থী সহ মোট ২৫ জন ভিন রাজ্যে আশ্রয় নিয়েছেন। যদিও এই অভিযোগে উড়িয়ে দিয়েছেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তপন ব্যানার্জি।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: TMC-তে যোগদান করলেই মিলবে লক্ষ টাকা, উঠল গুরুতর অভিযোগ, যা করলেন BJP প্রার্থীরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement