CPIM: জিতেই তৃণমূলে, ২৪ ঘণ্টার মধ্যেই খেলা ঘুরিয়ে দিল সিপিএম! পাঁশকুড়ায় জোর টানাপোড়েন

Last Updated:

পাঁশকুড়া ব্লকের চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতের সিপিএম সদস্য শেখ শাহজাহান আলি। যিনি বৃহস্পতিবারই তৃণমূল জেলা সভাপতি সৌমেন মহাপাত্রের হাত ধরে তৃণমূলে যোগদান করেছিলেন তিনি।

২৪ ঘণ্টার মধ্যে দু' বার দল বদল৷
২৪ ঘণ্টার মধ্যে দু' বার দল বদল৷
পাঁশকুড়া: সিপিএম থেকে তৃণমূল। আবার তৃণমূল থেকে সিপিএম। ২৪ ঘণ্টার মধ্যে দু- দুবার দলবদল! পাঁশকুড়ায় পঞ্চায়েত ভোটে সিপিএমের প্রতীকে জয়ের পরই আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দিয়েছিলেন যিনি। সেই তিনিই আবার ফিরলেন পুরনো দলে। যা নিয়ে শুরু সিপিএম তৃণমূল চাপানউতোর।
পাঁশকুড়া ব্লকের চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতের সিপিএম সদস্য শেখ শাহজাহান আলি। যিনি বৃহস্পতিবারই তৃণমূল জেলা সভাপতি সৌমেন মহাপাত্রের হাত ধরে তৃণমূলে যোগদান করেছিলেন তিনি। ওই সিপিএম গ্রাম পঞ্চায়েত সদস্যের যোগদান ঘিরে বিক্ষোভ দেখিয়েছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
advertisement
advertisement
বৃহস্পতিবার শাহজাহান আলি তৃণমূলের পতাকা হাতে নেন, আবার তার চব্বিশ ঘণ্টার মধ্যেই সিপিএম জেলা সম্পাদক নিরঞ্জন সিহির হাত ধরে ফের সিপিএমে যোগদান করেন তিনি। তাঁর অভিযোগ, বিভিন্ন প্রলোভন দেখিয়েই তাঁকে তৃণমূলে যোগদান করানো হয়েছিল। যদিও এ বিষয়ে স্থানীয় বা জেলা তৃণমূল নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷
মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত ভোটের আগেই দাবি করেছিলেন, ভোটে জিতলেও কাজের সুবিধার জন্য বিরোধী প্রার্থীদের শাসক দলেই যোগ দিতে হবে৷ আবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানিয়ে দিয়েছেন, অন্য দল থেকে জেতা প্রার্থীদের জন্য শাসক দলের দরজা খোলাই রয়েছে৷ এই পরিস্থিতিতে বিরোধী প্রার্থীদের নিয়ে এমন টানাপোড়েন যে আরও চলবে, তা বলার অপেক্ষা রাখে না৷
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
CPIM: জিতেই তৃণমূলে, ২৪ ঘণ্টার মধ্যেই খেলা ঘুরিয়ে দিল সিপিএম! পাঁশকুড়ায় জোর টানাপোড়েন
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement