আরও পড়ুন: WPL 2024-এ দিল্লির হয়ে খেলছে বাংলার এই মেয়ে, অপর্ণা চান গায়ে উঠুক ইন্ডিয়ার জার্সি
স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৯০০, আর স্কুলের পরিকাঠামো রীতিমত টক্কর দেবে অনেক কোনও বেসরকারি হাইটেক শিক্ষাপ্রতিষ্ঠানকে। স্কুলের প্রধান শিক্ষক, সহ শিক্ষক সহ পরিচলন সমিতির উদ্যোগে স্কুলেকে রীতিমতো আধুনিক পরিকাঠামগত পদ্ধতিতে তৈরি করা হয়েছে।স্কুলে ঢুকে ক্লাসরুমে প্রবেশ ও ছুটির সময় ডিজিটাল পরিচয় পত্র মেশিনের সামনে নিয়ে গেলেই স্মার্ট কার্ডের মাধ্যমে উপস্থিত গ্রহণ করা হয়। একইভাবে বাড়ি ফেরার সময় ওই মেশিনেই বাড়ি ফেরার বার্তা অভিভাবকের মোবাইল ফোনে মেসেজ পৌঁছাবে।
advertisement
আরও পড়ুন: দাদা অপমান করায় জেদে পথচলা শুরু, বাংলার একমাত্র মহিলা সানাই বাদককে চেনেন?
এর ফলে ছেলে মেয়েদের স্কুলে পৌঁছানোর নিশ্চয়তা অপরদিকে বাড়ি ফেরার সম্পর্কেও জানতে পারবেন পরিবারের সদস্যরা। স্কুলের এই উদ্যোগে খুশি স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবকরাও। শুধু ডিজিটাল অ্যাটেনডেন্স মেশিন নয়, এই স্কুল আর পাঁচটা সাধারণ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় অনেকটাই এগিয়ে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সব মিলে প্রত্যন্ত এলাকার সীমান্তের গ্রামের এই স্কুলই যেন এবার পথ দেখাচ্ছে।
জুলফিকার মোল্যা