Indian Music: দাদা অপমান করায় জেদে পথচলা শুরু, বাংলার একমাত্র মহিলা সানাই বাদককে চেনেন?

Last Updated:

গুরুজির সঙ্গেই প্রথম মঞ্চে সানাই প্রদর্শন। আজ বহু জায়গায় মহিলা সানাই বাদক হিসাবে ডাক পান অঞ্জনা নন্দী

+
অঞ্জনা

অঞ্জনা নন্দী

উত্তর ২৪ পরগনা: পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা সানাই বাদক বোধহয় তিনিই, এমনই দাবি অশোকনগর-কল্যানগড়ের অঞ্জনা নন্দী’র। সঙ্গীত চর্চা আগে থেকেই করতেন, তবে দাদার সঙ্গে জেদ করে সানাই-এর জগতে পা রাখা। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ নারী ও শিশু কল্যান দফতর থেকে বিশেষ সম্মানও পেয়েছেন।
প্রতিভার জোরে অঞ্জনা নন্দী গিয়েছেন জনপ্রিয় রিয়েলিটি শো-তেও। মহিলা সানাই বাদক হিসেবে এখন সকলেই এক নামে চেনেন তাঁকে। কোন‌ও এক অনুষ্ঠানে গিয়ে দাদাকে ইমন কল্যাণ রাগ বাজাতে বলেন তিনি। কিন্তু দাদা বাজাতে পারেননি। সমস্যায় পড়তেই বোন অঞ্জনা বলেছিলেন, দাদা তুই তো ইমন রাগ’টা জানিস, আমি কল্যাণ আহরোনটা বলে দিচ্ছি। কিন্তু সেই সময় বোনের এই পরামর্শ দাদা ভালভাবে নেয়নি এবং বোনকে অপমান করেন। এই ঘটনাই সানাই শেখার জেদ তৈরি করেছিল অঞ্জনার মধ্যে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এরপর গুরু ফকির আহমেদের সঙ্গে যোগাযোগ করে শুরু হয় তাঁর প্রশিক্ষণ পর্ব। এক বছর লেগেছিল সানাই-এর ফুঁ বের করতে। তারপর যা হয়েছে তা আজ সবার জানা। তিনবছর পর গুরুজির সঙ্গেই প্রথম মঞ্চে সানাই প্রদর্শন। আজ বহু জায়গায় মহিলা সানাই বাদক হিসাবে ডাক পান অঞ্জনা। যেখানেই যান সানাই বাজাতে, সেখানে যথেষ্ট সম্মানিত হন। সাধারণত পুরুষদের হাতে সানাই দেখে সকলে অভ্যস্ত। কিন্তু যখনই কোন‌ও এক মহিলাকে সানাই বাজাতে দেখেন তখনই সকলে থমকে যান। এদিকে শুধু সানাই নয়, অঞ্জনাদেবী ঢাক’ও বাজান।
advertisement
রুদ্রনারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Music: দাদা অপমান করায় জেদে পথচলা শুরু, বাংলার একমাত্র মহিলা সানাই বাদককে চেনেন?
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement