Woman's Day: WPL 2024-এ দিল্লির হয়ে খেলছে বাংলার এই মেয়ে, অপর্ণা চান গায়ে উঠুক ইন্ডিয়ার জার্সি

Last Updated:

WPL 2024 চেন্নাইয়ে থাকেন, তবে ছুটি পেলেই মা বাবার কাছে আসেন মধ্যমগ্রামের বাড়িতে।

+
ক্রিকেটার

ক্রিকেটার অপর্ণা মন্ডল

উত্তর ২৪ পরগনা: জেলার এই মেয়ের জন্য আজ গর্বিত দিল্লিও। আইপিএল এর ধাঁচে ওমেন্স প্রিমিয়ার লিগে এবার দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছে বাংলার মেয়ে অপর্ণা মন্ডলকে। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বিবেকানন্দ নগরের বাসিন্দা বছর সাতাশের অপর্ণা মন্ডল কর্মসূত্রে চেন্নাইয়ে থাকেন, তবে ছুটি পেলেই মা বাবার কাছে আসেন মধ্যমগ্রামের বাড়িতে।
তবে এখন দিল্লি ক্যাপিটালস এর হয়ে ওম্যান প্রিমিয়ার লিগে মেয়ের দলের খেলা টিভির পর্দায় দেখে রীতিমতো উচ্ছ্বসিত পরিবার, পরিজন সহ এলাকাবাসীরাও। তবে অপর্ণার লক্ষ্য একদিন ইন্ডিয়ার জার্সি গায়ে জড়িয়ে ক্রিকেট ময়দানে নামার। বর্তমানে ইন্ডিয়ান রেলওয়েতে কর্মরত সে, চেন্নাইয়ে পোস্টিং তার। কিন্তু এখন, দিল্লি ক্যাপিটালস টিমের অতিরিক্ত উইকেট কিপার হিসেবে দলে রয়েছে বাংলার এই মেয়ে। মধ্যমগ্রামের মেয়ে অপর্ণার ২২ গজের লড়াইটা শুরু হয়েছিল অনেক আগেই।
advertisement
advertisement
পরিবারের আর্থিক সঙ্গতি না থাকায় পড়তে হয় নানা সমস্যায়। তবে অপর্ণার জেদ, কঠিন লড়াই, নিজেকে প্রমাণ করার অদম্য ইচ্ছা আজ এই সাফল্য এনে দিয়েছে তাকে। বাবা দিলীপ কুমার মন্ডল পেশায় ছোটখাটো ব্যাবসায়ী, দুই মেয়ের মধ্যে অপর্ণা ছোট। মধ্যমগ্রামেই জন্ম অপর্ণার। ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি আগ্রহ লক্ষ্য করে তার পরিবার। মধ্যমগ্রাম গার্লস স্কুলে পড়াশোনা, স্কুলেও খেলাধুলায় তার সুনাম ছিল। শুরুটা হয়েছিল পাড়ায় ব্যাট আর প্ল্যাস্টিকের বল নিয়ে। ১২ বছর বয়সে প্রথম মেয়ের খেলার প্রতি আগ্রহ লক্ষ্য করে কলকাতার একটি নামী ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি করে তাঁর পরিবার।
advertisement
কলকাতায় অনুশীলনের বছর দুয়েকের মধ্যেই বেঙ্গলের জুনিয়র টিমে সুযোগ আসে অপর্ণার। তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি ডানহাতি ব্যাটসম্যান ও উইকেট কিপার অপর্ণা মন্ডলকে। পরবর্তীতে বেঙ্গলের সিনিয়র টিমে, তারপরে ইন্ডিয়ান রেলওয়ে টিমে সুযোগ এর পাশাপাশি ২০২০ সালে ভারতীয় রেলে চাকরি মেলে অপর্ণা মন্ডলের। তারপর তামিলনাড়ুর হয়ে খেলা, আর এবার তাঁকে দেখা যাচ্ছে দিল্লি ক্যাপিটালস এর হয়ে ওমেন্স প্রিমিয়ার লিগে।
advertisement
এখন মধ্যমগ্রাম সহ জেলার ক্রীড়াপ্রেমী মানুষজন চান অপর্ণার হাত ধরেই চাম্পিয়ান হোক দিল্লি ক্যাপিটালস, মহিলা ক্রিকেটে নজির গড়ুক এই বঙ্গ তনয়া। আগামীতে ইন্ডিয়ার জার্সিতেও সাফল্য ধরা দেবে অপর্ণার কাছে, এমনটাই আশা ক্রীড়াপ্রেমী মহলের।
Rudra Nrayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Woman's Day: WPL 2024-এ দিল্লির হয়ে খেলছে বাংলার এই মেয়ে, অপর্ণা চান গায়ে উঠুক ইন্ডিয়ার জার্সি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement