এদিন অশোকনগর শহীদ সদন মঞ্চে বহু দর্শক টিকিক কেটে দেখলেন এই চুপচাপ চার্লি তে কিভাবে আর দশজন স্বাভাবিক ছেলে-মেয়েদের মতো অটিস্টিক আক্রান্ত ছেলেমেয়েরা মিলেমিশে তৈরি করল এক অনবদ্য সৃষ্টি। কোন নির্দিষ্ট লক্ষ্য বা বার্তা তুলে না ধরলেও, চুপচাপ চার্লি অনেক কিছু যেন শিখিয়ে দিয়ে গেল সমাজকে। নাটকের মূল চরিত্র চার্লি থেকে শুরু প্রতিটি চরিত্রেই অসামান্য অভিনয় দক্ষতা দেখিয়েছে অটিস্টিক আক্রান্ত ছেলেমেয়েরা। যা রীতিমতো বড় বড় অভিনেতাদেরও চ্যালেঞ্জ জানাবে। অটিস্টিক আক্রান্ত শিশুদের এতটা সাবলীল অভিনয় হয়তো আগে কখনও দেখেননি দর্শকরা।
advertisement
আরও পড়ুন-আম প্রেমীদের জন্য বিরাট সুখবর! সুযোগ হাতছাড়া করলেই বড় মিস
আরও পড়ুন-গাঢ় নীল রঙয়ের রাস্তা ! দেখুন কী বলছেন ওই এলাকার বিধায়ক এবং স্থানীয়রা
শুধু তাই নয়, এই নাটকটি পরিচালনার ক্ষেত্রেও ব্যাকস্টেজে অনেকটাই খাটতে হয়েছে নাইজেল সহ গোটা দলকেই। গানের সুরে সুর মেলাতে শোনা গিয়েছে ইমন, শোভনের মত প্রথম সারির গায়ক গায়িকাদেরও। চুপচাপ চার্লি তে দেখা মিলেছে বাংলার ঐতিহ্যের ছৌ নাচ। অভিনয়ে টলি পাড়ার পরিচিত মুখ ওম সাহানি, অভিনেত্রী দেবলীনা দত্ত সহ মুক্তধারা, গোত্র ছবির মুখ্য অভিনেতা নাইজেল আকারা স্বয়ং। আর তাদের সঙ্গেই মিলেমিশে অভিনয় করলেন অটিস্টিক আক্রান্ত কলাকুশলীরা। খালি চোখে ধরা পরলো না বিশেষ ক্ষমতা সম্পন্ন এই ছেলেমেয়েদের কোন খামতি। মিউজিক, সাউন্ড, লাইট সব মিলিয়ে এক অন্য ধরনের সংস্কৃতিক চেতনার সাক্ষী থাকলো অশোকনগর। আর এর মধ্যে দিয়েই অটিস্টিক আক্রান্ত শিশুদের ক্ষেত্রে এক বিশেষ বার্তা ফুটে উঠল বলেই মনে করছেন শিল্প সচেতন মানুষজন।
রুদ্র নারায়ণ রায়