Purba Bardhaman News: গাঢ় নীল রঙয়ের রাস্তা ! দেখুন কী বলছেন ওই এলাকার বিধায়ক এবং স্থানীয়রা 

Last Updated:

বর্তমানে বহু চর্চিত ও জনপ্রিয় নীল রাস্তা প্রসঙ্গে ঠিক কী জানাচ্ছেন সংশ্লিষ্ট এলাকার বিধায়ক ? কেনই বা হঠাৎ এই ধরণের সিদ্ধান্ত ? প্রশাসনের এহেন সিদ্ধান্তের সুফলই বা কতটা পাচ্ছেন সাধারণ মানুষ , জেনে নিন ৷

+
title=

পূর্ব বর্ধমান, রায়না: বর্তমানে বহু চর্চিত ও জনপ্রিয় নীল রাস্তা প্রসঙ্গে ঠিক কি জানাচ্ছেন সংশ্লিষ্ট এলাকার বিধায়িক ? কেনই বা হঠাৎ এই ধরনের সিদ্ধান্ত ? প্রশাসনের এহেন সিদ্ধান্তের সুফলই বা কতটা পাচ্ছেন সাধারণ মানুষ , জেনে নিন।
বর্তমানে আলোচিত এবং জনপ্রিয় একটি বিষয়বস্তু হল নীল রাস্তা। কালো পিচের রাস্তার পরিবর্তে গ্রামীণ এলাকায় তৈরি করা হয়েছে নীল রঙের রাস্তা। এই নীল রাস্তা তৈরি করা হয়েছে বিটুমিনাসের সঙ্গে অব্যবহৃত প্লাস্টিক মিশিয়ে। পূর্ব বর্ধমান জেলার রায়না বিধানসভা এলাকার উচালন পঞ্চায়েতের একলক্ষ্মী টোল প্লাজা থেকে রাউতারা সেতু পর্যন্ত নির্মিত হয়েছে ৩২০ মিটারের এই রাস্তাটি।
advertisement
প্রশাসনের কথায় অন্যান্য উপকরণের সঙ্গে বর্জ্য প্লাস্টিক মিশিয়ে তৈরি হয়েছে এই রাস্তা। পিচ রাস্তার থেকে তা বেশি টেকসই হবে বলে আশা ইঞ্জিনিয়ারদের। রায়না ২ ব্লকের বিধায়িক শম্পা ধারা এই বিশেষ রাস্তা নির্মাণের কারণ ও সুফল প্রসঙ্গে জানিয়েছেন, ভারতে প্রথম এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই রাস্তাটি একলক্ষ্মী টোল প্লাজা থেকে রাওতারা ব্রিজ পর্যন্ত নির্মাণ করা হয়েছে। বিটুমিনের পিচের সঙ্গে প্লাস্টিক মিশিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, সাধারণত মরুভূমিতে এই ধরনের রাস্তা দেখা যায়। কারণ সেই সমস্ত এলাকায় গরম অনেক বেশি থাকে যে কারণে পিচ গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ধরনের রাস্তায় জল জমার প্রবণতা অনেক কম এবং পিচ গলার সম্ভাবনাও কম।
advertisement
advertisement
বিধায়ক শম্পা ধারা আরও জানান, এই ৩২০ মিটার রাস্তা তৈরি করতে মোট ২২ লক্ষ টাকা খরচ হয়েছে ৷ রাজ্য সরকারের সাহায্যে এই রাস্তা তৈরি করা হয়েছে। আগামীতে পূর্ব বর্ধমান জেলায় এই ধরনের রাস্তা তৈরি করার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। এই নিয়ে রাস্তা প্রসঙ্গে ইঞ্জিনিয়ারদের দাবি বিটুমিনাসের সঙ্গে বিশেষ পদ্ধতিতে অব ব্যবহৃত প্লাস্টিক মিশিয়ে এই রাস্তা তৈরি করা হয়েছে যার ফলে রাস্তার পিচ গরম কম হবে এবং জল জমার প্রবণতা কম থাকবে। ভিন্ন ধরনের এই রাস্তা দেখতে ভিড় জমাচ্ছেন অনেকেই। এই এলাকার স্থানীয় এক বাসিন্দা এই রাস্তা প্রসঙ্গে জানান, ‘‘খুবই ভাল উদ্যোগ। আমি নিজে এই রাস্তায় গাড়ি চালিয়ে দেখেছি, বৃষ্টি হলেও সেরকম স্লিপ হচ্ছে না । এখন তো বেশ ভালই লাগছে তবে দেখার বিষয় কতদিন টেকসই হয়।’’
advertisement
এই রাস্তা রাজ্য তথা দেশের মধ্যে প্রথম উদ্যোগ বলে দাবি করা হচ্ছে প্রশাসনের তরফে। এই ধরনের রাস্তা পরিবেশ বান্ধব, সেইসঙ্গে সাশ্রয়ী ও টেকসই ৷ তাই রাজ্যের মধ্যে প্রথম প্রজেক্ট হিসেবে তৈরি করা হয়েছে এই রাস্তা যা ফলপ্রসূ হলে আগামী দিনে জেলার অন্যান্য প্রান্তেও তৈরি করা হবে বলে জানিয়েছেন এলাকার বিধায়ক।
advertisement
রিপোর্টার- বনোয়ারিলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: গাঢ় নীল রঙয়ের রাস্তা ! দেখুন কী বলছেন ওই এলাকার বিধায়ক এবং স্থানীয়রা 
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement