Mango Festival: আম প্রেমীদের জন্য বিরাট সুখবর! সুযোগ হাতছাড়া করলেই বড় মিস

Last Updated:

Mango Festival: শহর জুড়ে এখন আমের মরসুম। হাওয়ায় এখন শুধুই আমের গন্ধ। বাজার এখন দখল করে রেখেছে নানা ধরনের আম। তাই আমের ফেস্টিভ্যাল আয়োজন মুর্শিদাবাদে।

+
মুর্শিদাবাদের

মুর্শিদাবাদের লালবাগ শহরে চলছে আম ফেস্টিভ্যাল 

মুর্শিদাবাদঃ শহর জুড়ে এখন আমের মরশুম। হাওয়ায় এখন শুধুই আমের গন্ধ। বাজার এখন দখল করে রেখেছে নানা ধরনের আম। তাই আমের ফেস্টিভ্যাল আয়োজন মুর্শিদাবাদে। ফলের রাজা আম, প্রধানত মালদা এবং মুর্শিদাবাদের আম সারা বিশ্বে বিখ্যাত। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তের ২৫ রকমের আম নিয়ে মুর্শিদাবাদে শহরে অবস্থিত পর্যটন বিভাগের মান্যতাপ্রাপ্ত একটি বেসরকারি হোটেলে ম্যাঙ্গো ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। আমের পাশাপাশি, আমের তৈরি বিভিন্ন ধরনের মিষ্টি রাখা হয় সেখানে। ভোজন রসিক বাঙালিদের কথা মাথায় রেখে এই আমের ফেস্টিভ্যালের আয়োজন করা হয়।
আমের রকমারি পদ খেতে চান? হিমসাগর, গোলাপখাস, ল্যাংড়া, ফজলি, লক্ষণভোগের আস্বাদনে ঝাঁপিয়ে পড়ার সুযোগ আমপ্রেমীদের। কিংবা ধরুন এক্কেবারে খাঁটি আমের আস্বাদ নিতে চান? যেমন ল্যাংড়া, গোপালভোগ, লক্ষণভোগ, হিমসাগর, আম্রপালি৷ বিভিন্ন ধরনের আমের সম্ভার নিয়ে উৎসবের আয়োজন করা হয়েছে। নবাবের শহর মুর্শিদাবাদে বাসিন্দাদের ভেষজ ও সারবিহীন পণ্য উপহার দিতে এই উদ্যোগের আয়োজন করা হয়েছিল বিশেষ আম উৎসবের। আর হাতের কাছে এমন সুবর্ণ সুযোগ পেয়ে শহরের বাসিন্দারাও তা হাতছাড়া করেননি।
advertisement
advertisement
এবছর এই প্রথম নবাব নগরীতে আম ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। লালবাগ মহকুমার মহকুমা শাসক সুদীপ ঘোষ এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরপর চার দিন চলার পর অবশেষে এবছরের মতো শেষ হল ‘মুর্শিদাবাদ ম্যাঙ্গো ফেস্টিভ্যাল ২০২৩’। মুর্শিদাবাদ জেলায় সম্ভবতই এই প্রথমবার ম্যাঙ্গো ফেস্টিভ্যালের আয়োজন করা হল। যেখানে মুর্শিদাবাদ সহ জেলার বাইরে থেকে বহু পর্যটক আসেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। প্রায় প্রত্যেকে কেনেন মুর্শিদাবাদের নবাবী আম।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Mango Festival: আম প্রেমীদের জন্য বিরাট সুখবর! সুযোগ হাতছাড়া করলেই বড় মিস
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement