Crime News: দুই বয়ফ্রেন্ডের তুমুল মারামারি! গুলি, বন্দুক, ভাঙচুর বাদ গেল কিছুই, উত্তপ্ত কাশিপুর
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Crime News: প্রাক্তন প্রেমিককে জব্দ করতে গিয়ে এলাকাবাসীর হাতে বেধড়ক মার খেল বর্তমান প্রেমিক সহ যুবতীর পরিবারের সদস্যরা। এমনই ঘটনা ঘটেছে কাশিপুর থানার চন্ডীহাট এলাকায়।
কাশিপুর: প্রাক্তন প্রেমিককে জব্দ করতে গিয়ে এলাকাবাসীর হাতে বেধড়ক মার খেল বর্তমান প্রেমিক সহ যুবতীর পরিবারের সদস্যরা। ঘটনাস্থল থেকে উদ্ধার একটি বন্দুক, ১২ রাউন্ড কার্তুজ ও দুটি ভাঙা বাইক সহ একটি ভাঙা স্করপিও গাড়ি। এমনই ঘটনা ঘটেছে কাশিপুর থানার চন্ডীহাট এলাকায়। চন্ডীহাট এলাকার এক যুবকের সঙ্গে ওই এলাকারই এক যুবতীর দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল।
বর্তমানে সম্পর্ক ভেঙে যাওয়ার পর ওই যুবতী হারোয়া এলাকার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। পরে তাঁদের বিয়ে ও ঠিক হয়। কিন্তু সেই বিয়ের পথে বাধা হচ্ছিল প্রাক্তন প্রেমিক। এমনই অভিযোগ তুলে যুবতীর পরিবারের সদস্য এবং বর্তমান প্রেমিক দুস্কৃতি ভাড়া করে এনে বেধড়ক মারধর করে প্রাক্তন প্রেমিক এবং তাঁর পরিবারের সদস্যদের। গ্রামবাসীদেরও মারধর করে বলে অভিযোগ। পরে গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়ে চড়াও হয় ওই যুবতীর পরিবার-সহ বাইরে থেকে আসা দুষ্কৃতিদের ওপর।
advertisement
advertisement
ভাঙচুর করা হয় তাঁদের একাধিক গাড়িতেও। ভাঙচুর করা হয় ওই যুবতীর বাড়িও। ঘটনার খবর পেয়ে কাশিপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে মোট ১০ জনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে একটি বন্ধুক এবং ১২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। তাঁদেরকে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
advertisement
Kalyan mondal
Location :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2023 12:52 PM IST