Abhishek Banerjee News: নবজোয়ার কর্মসূচিতে বড় চমক! ক্ষুদিরাম বসুর জন্মভিটেতে কেন গেলেন অভিষেক
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
Abhishek Banerjee News: একমাস ছাড়ালো অভিষেকের নবজোয়ার কর্মসূচি। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নিজেদের সংগঠনকে গোছাতে একাধিক কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস।
মেদিনীপুর: একমাস ছাড়ালো অভিষেকের নবজোয়ার কর্মসূচি। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নিজেদের সংগঠনকে গোছাতে একাধিক কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। যার মধ্যে অন্যতম নবজোয়ার কর্মসূচি । এই কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় রোড শো এবং পঞ্চায়েত স্তরের কর্মীদের সঙ্গে সরাসরি জনসংযোগে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে শুরু হয়েছে তৃণমূলের এই নতুন কর্মসূচি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিভিন্ন জায়গায় ঘুরে সাধারণ মানুষের কথা শুনছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবজোয়ার কর্মসূচিতে শনিবার পশ্চিম মেদিনীপুরে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু দলের কর্মীদের সঙ্গে সংযোগ নয়। পাশাপাশি বিপ্লবের মাটির মেদিনীপুরেও তিনি একাধিক বিপ্লবী মনীষীদের শ্রদ্ধা জানান অভিষেক। রবিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মোহবনিতে ক্ষুদিরাম বসুর জন্মভিটেতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলেন ক্ষুদিরামের পরিবারের লোকেদের সঙ্গে।
advertisement
advertisement
পাশাপাশি বিদ্যাসাগরের জন্মভূমিতে ও যান তিনি। তৃণমূল সূত্রে খবর পঞ্চায়েত নির্বাচনের আগে একটি সফল কর্মসূচির নাম নবজোয়ার। এর মধ্য দিয়ে তৃণমূলের বর্তমান সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা থেকে পঞ্চায়েত স্তরের নেতৃত্বদের নানা পরামর্শ দিয়েছেন। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সার্বিক সফল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক এই নবজোয়ার কর্মসূচি।
Ranjan Chanda
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 29, 2023 3:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee News: নবজোয়ার কর্মসূচিতে বড় চমক! ক্ষুদিরাম বসুর জন্মভিটেতে কেন গেলেন অভিষেক