উত্তর ২৪ পরগনার হাবরার টুনিঘাটা এলাকায় বাড়ি শিল্পী শঙ্কর বাগচীর। তিনি পেশায় বীরভূমের বাজিতপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। তবে আর্ট বরাবরের প্রিয় শঙ্করবাবুর। তাঁর বিভিন্ন মিনিয়েচার কাজের নমুনা বেশ কয়েকবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে শিক্ষক শঙ্কর বাগচীর নানা উদ্যোগও নজর কেড়েছে। তাঁর হাতের ছোঁয়ায় পাতার উপরে কখনও ফুটে উঠেছে শচীন টেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলিদের অনন্য সুন্দর মুখাবয়ব।
advertisement
আরও পড়ুন: মানুষের উন্নতির হদিশ পেতে হার্ভার্ডে যাবে বাঁকুড়ার অরুন্ধতী
আবার কখনও গাছের পাতার উপর তিনি ফুটিয়ে তুলেছেন পরিবেশ দূষণ প্রতিরোধের বার্তা বা জল অপচয় বন্ধের উপায়। এবার তিনি ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার ছবি ফুটিয়ে তুললেন গাছের ছোট পাতার উপর। একে লিফ কার্ভিং বলে।
করোনার জেরে লকডাউনের সময় তিনি লিফ কার্ভিং শুরু করেন। এতে বিপুল ধৈর্য নিয়ে ধীরে ধীরে পাতার ভিতর কেটে কেটে কারোর মুখ বা কোনও ঘটনার দৃশ্য ফুটিয়ে তুলতে হয়। এতে সময় লাগে অনেকটা। তবে ট্রেন দুর্ঘটনার প্রয়াতদের শ্রদ্ধা জানিয়ে তাঁর এই শিল্পকর্ম ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। তা ছুঁয়ে গিয়েছে অনেকের মন।
রুদ্রনারায়ণ রায়