Bankura News: মানুষের উন্নতির হদিশ পেতে হার্ভার্ডে যাবে বাঁকুড়ার অরুন্ধতী
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
হার্ভার্ডে এডুকেশন ও হিউম্যান ডেভেলপমেন্ট নিয়ে মাস্টার্স করবেন বাঁকুড়ার অরুন্ধতী সুরাল
বাঁকুড়া: বিশ্বের ঐতিহ্যবাহী ও প্রথম সারির বিশ্ববিদ্যালয় হার্ভার্ডে সুযোগ পেলেন বাঁকুড়ার অরুন্ধতী সুরাল। সেখানে এডুকেশন ও হিউম্যান ডেভেলপমেন্ট নিয়ে মাস্টার্স করবেন এই বঙ্গ তনয়া। ছোট থেকেই অনেকের থেকে অন্যরকম অরুন্ধতী। অল্প বয়সেই তাঁর মধ্যে দায়িত্ববোধ তৈরি হয়।
আজও পর্যন্ত চকোলেট বা লজেন্স খেয়ে তার প্যাকেট রাস্তায় ফেলেননি। কাছে ডাস্টবিন না পেলে প্যাকেট বা মোড়ক হাতে করে বাড়ি নিয়ে এসে বাড়ির ডাস্টবিনে ফেলেছেন। এমনটাই জানালেন এই মেধাবী ছাত্রীর মা মৌসুমী সুরাল।
advertisement
advertisement
অরুন্ধতী সুরালের বাবা গৌতম সুরাল বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক। মেয়েকে নিজের মতো করে জীবনের পথে এগোতে দিয়েছেন তাঁরা। লোয়ার কেজি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাঁকুড়ার ডিএভি পাবলিক স্কুলে পড়াশোনা করেন অরুন্ধতী। হার্ভার্ডে সুযোগ পেয়ে স্বাভাবিকভাবেই তিনি খুশি। তবে অকপটেই জানালেন মনের মধ্যে একটা নার্ভাসনেস কাজ করছে। আগামীদিনে ছোট শহরে বেড়ে ওঠা যারা বিদেশের নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার পাঠ সম্পন্ন করতে চায় তাদের উদ্দেশ্যে অরুন্ধতীর পরামর্শ, নিজের অভিজ্ঞতা ও উদ্দেশ্য সব সময় পরিষ্কার থাকতে হবে। এটাই প্রয়োজনে এসওপি অর্থাৎ স্টেটমেন্ট অফ পারপাস হিসেবে ব্যবহার করা যেতে পারে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
Location :
Kolkata,West Bengal
First Published :
June 09, 2023 6:27 PM IST