সাড়ে ছ’টা নাগাদ জওয়ানরা সাত আট জন সন্দেহভাজনকে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে কাঠের নৌকায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে দেখেন। বিএসএফ জওয়ানরা দলটিকে চ্যালেঞ্জ করেন। বেগতিক দেখে চোরাকারবারীরা সমস্ত জিনিস ফেলে নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে বাংলাদেশে ফিরে যায়।
advertisement
আরও পড়ুনঃ জানেন কি! জল সংরক্ষণ না করলে নিউটাউনে মিলবে না বাড়ি তৈরির ছাড়পত্র
এর পরেই তল্লাশি চালিয়ে নৌকা থেকে পাঁচটি থলে বাজেয়াপ্ত করে বিএসএফ। ব্যাগ খুললে দেখা যায়, তাতে রয়েছে ৩২১টি সোনার বিস্কুট। চারটি সোনার বাট, একটি সোনার কয়েন এবং চারটি মোবাইল ফোন। কাঠের নৌকা থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশি খবরের কাগজও।
আরও পড়ুনঃ কীভাবে চিনবেন খাঁটি মধু? পথ দেখাচ্ছে আমডাঙা, চিনে নিন...
বাজেয়াপ্ত হওয়া সোনার মোট ওজন ৪১.৪৯ কেজি। যার বাজার মূল্য প্রায় ২২ কোটি টাকা। কোথায় এই বিপুল পরিমাণ সোনা পাচার হচ্ছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে সীমান্ত রক্ষী বাহিনী।
Rudra Narayan Roy