North 24 Parganas: কীভাবে চিনবেন খাঁটি মধু? পথ দেখাচ্ছে আমডাঙা, চিনে নিন...

Last Updated:

শরীর স্বাস্থ্য ভালো রাখতে আমরা অনেকেই মধু ব্যাবহার করে থাকি। চলতি বাজারে বিভিন্ন ধরনের মধু পাওয়া গেলেও, তার মধ্যে রয়েছে প্রকারভেদ। কীভাবে চিনবেন খাঁটি মধু?

+
title=

#উত্তর ২৪ পরগনা : শরীর স্বাস্থ্য ভালো রাখতে আমরা অনেকেই মধু ব্যাবহার করে থাকি। চলতি বাজারে বিভিন্ন ধরনের মধু পাওয়া গেলেও, তার মধ্যে রয়েছে প্রকারভেদ। কীভাবে চিনবেন খাঁটি মধু? জানেন কি কিভাবে হয় মধুর চাষ বা মৌ-পালন! মৌমাছি চাষ করে তার থেকে মধু সংগ্রহ করে কি ভাবে স্বনির্ভর হওয়া যায় তা জানালেন উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গার মধুবন স্বনির্ভর গোষ্ঠির সদস্যরা। দক্ষিণবঙ্গে মধু মানেই সবার প্রথম যে জায়গাটার নাম মনে পরে তা হল সুন্দরবন। কিন্তু, সুন্দরবনের থেকেও অনেক বেশি মধু সংগ্রহ করা হয় মৌ-পালন করে। রংয়ের রকম ফের হলেও, এ রাজ্যে সাত থেকে আট রকমের মধু পাওয়া যায় বলে জানালেন আরিফ ইসমাম। গোটা রাজ্য জুড়ে কৃত্রিম পদ্ধতিতে মৌপালনের প্রশিক্ষণ দিয়ে থাকেন তিনি। এমনকি এই চাষের প্রতি আগ্রহ বাড়াতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েও প্রশিক্ষণ দিয়ে থাকেন। বাগানে রয়েছে সারিসারি বাক্স, আর তাতে কয়েক লক্ষ মৌমাছি। সূর্য উঠলেই শ্রমিক মৌমাছি বেড়িয়ে পরে ফুলের থেকে মধু সংগ্রহ করতে। প্রতিটা বাক্সে রয়েছে একটি রানী মৌমাছে আর কয়েকটি পুরুষ মৌমাছি। বাদবাকি সব শ্রমিক মৌমাছি। নিজের মত বাক্সের দরজা দিয়ে বেড়িয়ে যায়, আবার সূর্য ডোবার আগে প্রত্যেকে ফিরে আসে নিজের বাসস্থানে অর্থাৎ বাক্সে।
সূর্যই হল এদের সময় নির্ধারণের ঘড়ি। সুন্দরবনের মধু মাত্র তিনমাস পাওয়া যায়, কিন্তু এইভাবে চাষ করে মধু বছরের চার মাস বাদ দিলে সারাবছরই পাওয়া যায়। পাশাপাশি, মৌমাছি পালন করে শুধু মধু সংগ্রহ নয়, মৌমাছিও বিক্রি করা হয়। এছাড়াও মোম, মৌমাছির বিষ থেকে তৈরি হয় ওষুধ। মৌমাছি ভর্তি এক একটা বাক্স অফ সিজিনে দাম ওঠে সাড়ে তিন হাজার টাকা। আর সিজিনে, তা সাড়ে চার হাজার টাকা ছাড়িয়ে যায়। যে কেউ এই চাষ করতে পারেন, তবে তার আগে প্রশিক্ষণ নেওয়া জরুরি।এক এক এলাকায় মধুর স্বাদ এক রকমের হয়। যে এলাকায় যেমন ফুল, সেখান থেকে তেমন মধু সংগ্রহ করে মৌমাছিরা।
advertisement
আরও পড়ুনঃ ভয়ঙ্কর! গুরুত্বপূর্ণ রাস্তার মাঝে ভাঙ্গা কালভার্ট! নীলগঞ্জ রোডে যেন মৃত্যুর ফাঁদ
তাই এলাকা বিশেষে মধুর রঙ ও স্বাদ হয় সম্পুর্ন আলাদা। যেমন লিচি হানি সব থেকে সুস্বাদু, রঙ একেবার হালকা লাল। এছাড়াও, তিল, সরষে, ইউক্যালেপটাস সহ নানান স্বাদের মধু পাওয়াযায়। বছরের জুন মাস থেকে মধু সংগ্রহ করা বন্ধ করে দেওয়া হয় সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত। কারণ এইসময়ে বর্ষা চলে। ফলে মৌমাছে সেভাবে বাইরে থেকে মধু সংগ্রহ করতে পারে না। এইসময় বাক্সের ভিতরেই মৌমাছিদের খাবার দেওয়া হয়। খাবার হিসাবে মধু জল চিনি এবং লেবু মিশিয়ে সেই মিশ্রণ গ্লাসে করে প্রতিটা বাক্সে দিয়ে রাখতে হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ফেসবুকে ফাঁদ পেতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা! পুলিশের জালে চক্রের মূল পান্ডা
তবে, আসল মধু চিনবেন কি করে? আসল মধু হলে সেই মধু কিছুদিন থাকার পরই জমাট বাধতে থাকবে বলে এই মৌ পালন সংস্থা তরফ থেকে জানানো হয়। পাশাপাশি মধুর স্বাদ অনুভব করলেও অনেকটা বোঝা যাবে। মৌমাছি পালনে আগ্রহ বাড়ছে মানুষের। এই ব্যবসা করে উপার্জন ও ভালই করা যায়। কিন্তু, তার জন্য সঠিক প্রশিক্ষনের অবশ্যই প্রয়োজন। রাজ্যের বিভিন্ন প্রান্তে মৌ-পালন করে বহু মহিলারাও আজ স্বনির্ভর।
advertisement
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: কীভাবে চিনবেন খাঁটি মধু? পথ দেখাচ্ছে আমডাঙা, চিনে নিন...
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement