#উত্তর ২৪ পরগনা: বনগাঁয় ফেসবুকে ফাঁদ পেতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা। পুলিশের জলে চক্রের অন্যতম পান্ডা। ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ফাঁদ পেতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা অভিযোগ ওঠে। ঘটনায় তদন্তে নেমে প্রতারণা চক্রের অন্যতম পান্ডাকে গ্রেফতার করল পুলিশ। যদিও, এর আগে আরো তিন জন প্রতারককে গ্রেফতার করা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ করেই এই মাথার হদিস পাওয়া যায়। ফলে সাফল্য মিললো বনগাঁ সাইবার ক্রাইম থানা ও উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার পুলিশের। এদিন ওই অভিযুক্তকে কোর্টে পেশ করে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিশাল হেলা। রানাঘাট থানার মেঠোপাড়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার গভীর রাতে রানাঘাট স্টেশন চত্বর থেকে রীতিমতো বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সূত্রের খবর, বাগদা থানার যুবতী সুস্মিতা হীরা নামে এক যুবতী বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানায়, ফেসবুকে চাকরির বিজ্ঞাপন দেখে তিনি ফোন করে যোগযোগ করেন। এরপর একটি বেসরকারি ব্যাঙ্কে চাকরি দেওয়ার নাম করে দফায় দফায় প্রায় ২৫ হাজার টাকা নিয়ে নেয় প্রতারকরা। ফের কয়েকদিন যেতে না যেতেই আবারও ১৮ হাজার টাকা দাবি করে।
আরও পড়ুনঃ এলাকায় দুর্গন্ধে বাড়িতে আসছেন না আত্মীয়রা! কাউন্সিলরের দ্বারস্থ স্থানীয়রাসুস্মিতা ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করেন। সেখানে গিয়ে জানতে পারেন তাঁর সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এরপরেই বনগাঁ সাইবার ক্রাইম থানার আধিকারিক দ্বারস্থ হন ওই মহিলা। অভিযোগ পেয়ে তদন্তে নেমে সাগর দাস, বাচ্চু ঘোষ ও আকাশ নাথ নামে তিন প্রতারককে গ্রেফতার করা হয়েছিল। তাদের জেরা করেই এই বিশালের সন্ধান মেলে।
আরও পড়ুনঃ অনেক হয়েছে সচেতনতা! প্লাস্টিক ব্যাগ ব্যবহারে এবার পাবেন শাস্তিএই ফাঁদের মূল পান্ডা ছিল বিশাল। শুধু বাগদার ওই যুবতী নয়, এই ভাবে প্রতারণা করে প্রচুর বেকার যুবক যুবতীদের কাছ থেকে প্রতারণা করছে দলটি। ধৃতকে বুধবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
Rudra Narayan Royনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangaon, North 24 Parganas