Barasat Bus Services: কলকাতা লাগোয়া জেলায় ক্রমশই কমছে বাসের সংখ্যা, বন্ধ একাধিক রুট, ক্যাবের দাপটে অস্তমিত বাস পরিষেবা!

Last Updated:

North 24 Parganas Bus Services: বারাসতে কমছে বাসের সংখ্যা। বন্ধ একাধিক রুট। কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা জেলার সদর শহরে বাসের সংখ্যা যেন ক্রমশই কমছে। তাহলে কি ক্যাবের যুগে বাস পরিষেবা অস্তমিত! চিন্তিত বাস মালিকরা।

তিতুমীর বাস স্ট্যান্ড
তিতুমীর বাস স্ট্যান্ড
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বারাসতে কমছে বাসের সংখ্যা। বন্ধ একাধিক রুট। কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা জেলার সদর শহরে বাসের সংখ্যা যেন ক্রমশই কমছে। তাহলে কি ক্যাবের যুগে বাস পরিষেবা অস্তমিত! তা নিয়ে চিন্তিত বাস মালিক সংগঠনগুলিও।
মূলত জেলার তিনটি জায়গা থেকে বাস চলত বেশি পরিমানে। বনগাঁর মতিগঞ্জ ইছামতী বাস টার্মিনাল থেকে বসিরহাট-হাসনাবাদ এবং বারাসতের তিতুমীর বাস টার্মিনাল। এই তিনটি বাস টার্মিনাল থেকে ৫৯টি রুটে বাস চলত, এখন জেলাজুড়ে ৪০-৪৫টি রুট চলছে। বাসের রুট বন্ধ হতে থাকায় হতাশা বাস মালিকরাও।
আরও পড়ুনঃ প্রশান্ত তামাংয়ের দেহ ফিরল শিলিগুড়ি, বাবার কফিনে ফ্যালফ্যাল করে চেয়ে একরত্তি মেয়ে! ৪ বছরে পিতৃহারা, অঝোরে কান্না স্ত্রীর
এ বিষয়ে বারাসত তিতুমীর বাসস্ট্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের কনভেনার অমলেন্দু ঘোষ জানান, গত দু-তিন বছর আগেও এই টার্মিনাল থেকে বেসরকারি বাস চলত প্রায় ৮০০। আজ সেই বাসের সংখ্যা ৬০০ থেকে ৬৫০ এর মধ্যে। প্রতি রুটে বাসের সংখ্যা অর্ধেক হয়ে গিয়েছে, টার্মিনালের বাইরে ৩০টি বাস বেসরকারি উদ্যোগে চলে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ গভীর রাতে হাতিদের গোপন বৈঠক! জলদাপাড়ার সিসি ক্যামেরার চাঞ্চল্যকর ফুটেজ ভাইরাল, অবস্থা বুঝে ব‍্যবস্থা গ্রহণ বন দফতরের
বনগাঁ মতিগঞ্জ বাস টার্মিনাল নিয়ে বনগাঁ সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি নারায়ণ ঘোষ জানান, বনগাঁর মানুষের কলকাতার বিভিন্ন হাসপাতাল, কর্মস্থলে যেতে ট্রেনই ভরসা। আগামী দিনে বনগাঁ থেকে এসি বাস পরিষেবা দেওয়ার ভাবনাচিন্তা করা হচ্ছে। মানুষজন টোটো, অটো, ট্রেকার, গাড়িতে যাতায়াত করছেন বেশি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাস পরিষেবা নিয়ে এক কলেজ পড়ুয়া বলেন, যেখানে ট্রেনে ৫ টাকার টিকিটে পৌঁছানো যায় গন্তব্যে, সেখানে বাসে করে যেতে হলে লাগে প্রায় ১৮-২০ টাকা। কেন কেউ বাসে যাবে! তা ছাড়া ট্রেন রুটে যানজটের কোনও ভোগান্তি নেই।
advertisement
বাস রুট বিলুপ্তি নিয়ে বারাসত সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি সভাপতি তথা বারসত পুরসভার উপ পুরপ্রধান তাপস দাশগুপ্তের কথায়, নতুন করে বাস কিনে রুটে চালাবে এমন ব্যবসায়ী পাওয়া মুশকিল। বিভিন্ন ক্যাব সার্ভিসের কারণে বাস থেকে যাত্রীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। ফলে আগামী দিনে জেলার বাস পরিষেবা তলানিতে ঠেকতে চলেছে বলেই মত বিশেষজ্ঞ মহলের।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Barasat Bus Services: কলকাতা লাগোয়া জেলায় ক্রমশই কমছে বাসের সংখ্যা, বন্ধ একাধিক রুট, ক্যাবের দাপটে অস্তমিত বাস পরিষেবা!
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement